DESK
Published:2025-01-01 12:02:05 BdST
বিএসএমএমইউতে স্বাস্থ্য পেশাজীবীদের জন্য ডেটা বিশ্লেষণ ও প্রবন্ধ প্রকাশনার সক্ষমতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত
বিএসএমএমইউ বিজ্ঞপ্তি
________________________
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিম্ববিদ্যালয়:
বিএসএমএমইউতে স্বাস্থ্য পেশাজীবীদের (শিক্ষক-চিকিৎসক) জন্য ডেটা বিশ্লেষণ ও প্রবন্ধ প্রকাশনার সক্ষমতা বৃদ্ধির কর্মশালা (Capacity Development Workshop for Health Professionals on Data Analysis and Manuscript Publication) অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪ইং তারিখে শহীদ ডা. মিলন হলের এক্সটেনশন রুমে বিএসএমএমইউর নিওন্যাটোলজি (নবজাতক) বিভাগ, বাংলাদেশ নিওন্যাটাল ফোরাম, বাংলাদেশ পেরিনেটাল সোসাইটি ও আইসিডিডিআর’বি এর উদ্যোগে আয়োজিত এই ২ দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলদার। বিশেষ অতিথি ছিলেন শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান। সভাপতিত্ব করেন নিওন্যাটোলজি (নবজাতক) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আব্দুল মান্নান। কর্মশালায় বিএসএমএমইউ, বারডেম, ঢাকা মেডিক্যাল কলেজ, মুগদা মেডিক্যাল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষক, চিকিৎসক অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলদার বলেন, দেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করতে এবং গবেষণার মানোন্নয়নে আজকের এই সক্ষমতা উন্নয়ন বিষয়ক কর্মশালা বিশেষ ভূমিকা রাখবে। এই কর্মশালার মূল উদ্দেশ্য হলো স্বাস্থ্য পেশাজীবীদের ডেটা বিশ্লেষণ ও গবেষণা প্রবন্ধ প্রকাশনার দক্ষতা বৃদ্ধি করা। এই ধরনের উদ্যোগ দেশকে উন্নত গবেষণা ভিত্তিক স্বাস্থ্য খাতকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে। কর্মশালার অংশগ্রহণকারীরা তাদের অর্জিত জ্ঞান প্রয়োগ করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হতে পারবেন। এই কর্মশালাটি শিক্ষার্থীদের জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ। যারা স্বাস্থ্য খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী, তাদের জন্য গবেষণা দক্ষতা এক অতুলনীয় সম্পদ। কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে, যা তাদের ভবিষ্যতের গবেষণা এমনকি উন্নত চাকরির ক্ষেত্রেও সহায়ক হবে। সবচাইতে বড় কথা বিএসএমএমইউকে শিক্ষা, চিকিৎসাসেবার সাথে সাথে গবেষণায়ও এগিয়ে নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং এর ক্ষেত্রে গবেষণা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিএসএমএমইউকে বিশ্বের বুকে মর্যদার সুউচ্চ আসনে প্রতিষ্ঠিত করতে হবে।
অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান তাঁর বক্তব্যে উন্নত মানের গবেষণা প্রবন্ধ লিখন ও প্রকাশনার উপর গুরুত্বারোপ করেন।
অধ্যাপক ডা. মোঃ আব্দুল মান্নান বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে গবেষণা খুবই গুরুত্বপূর্ণ এবং এই কর্মশালা পেশাজীবীদের সেই দক্ষতা অর্জনে সহায়তা করবে। স্বাস্থ্য পেশাজীবীদের ডেটা বিশ্লেষণ ও প্রবন্ধ প্রকাশের সক্ষমতা বাড়লে, জাতীয়ভাবে উন্নততর স্বাস্থ্যসেবা প্রদানের পথ আরও সুগম হবে। এটি শুধু স্বাস্থ্য খাতেই নয়, সমগ্র জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ গবেষণার মাধ্যমে প্রাপ্ত তথ্য দেশের স্বাস্থ্য নীতিমালা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কর্মশালায় বিশেষজ্ঞরা ডেটা বিশ্লেষণের আধুনিক কৌশল এবং আন্তর্জাতিক মানের প্রবন্ধ লিখন ও প্রকাশনার প্রক্রিয়া নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
#
আপনার মতামত দিন: