DR. AMINUL ISLAM

Published:
2024-12-24 18:32:21 BdST

আইকিউএসি এর উদ্যোগে প্রশ্নপত্র তৈরি ও ক্রয় বিধিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত




বিএসএমএমইউ বিজ্ঞপ্তি
_____________________

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়:
বিএসএমএমইউতে আজ মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪ইং তারিখে শহীদ ডা. মিল্টন হল ও শহীদ ডা. মিলন হলের এক্সটেনশন রুমে ইনস্টিটিশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) উদ্যোগে প্রশ্নপত্র প্রস্তুতকরণ ও মর্ডারেশন ও পাবলিক প্রকিউরমেন্ট এ্যাক্ট ২০০৬ ও রুলস ২০০৮ বিষয়ক ২টি কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ডা. জেসমিন বানু এবং সঞ্চালনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ডা. তারিক রেজা আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার বলেন, উচ্চতর মেডিক্যাল শিক্ষা, উন্নত চিকিৎসাসেবা ও মানসম্মত গবেষণায় বিএসএমএমইউকে অপ্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষকরাই অগ্রযাত্রী। এক্ষেত্রে নবীন শিক্ষকদের দায়িত্ব সবচাইতে বেশি। চিকিৎসা শিক্ষায় উচ্চতর মানের ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। সকল দিক থেকেই বিএসএমএমইউকে আন প্যারালাল ইনস্টিটিউট হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, পাবলিক প্রকিউরমেন্ট এ্যাক্ট ও রুলস বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলেরই যথাযথ ধারণা থাকা উচিত।
অধ্যাপক ডা. জেসমিন বানু তাঁর বক্তব্যে শিক্ষকদের বেশি বেশি করে প্রশ্নপত্র তৈরি করার উপর গুরুত্বারোপ করে বলেন, এই কাজটি বেশি বেশি করলে শিক্ষকদের মাঝে সৃষ্টিশীলতা বৃদ্ধি পাবে।
কর্মশালায় বিএসএমএমইউর শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ শামীম আহমেদ, বেসিক সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ. পরিচালক (অর্থ ও হিসাব) গৌর কুমার মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রশ্নপত্র প্রস্তুতকরণ ও মর্ডারেশন বিষয়ক কর্মশালার টেকনিক্যাল সেশনে প্রবন্ধ উপস্থাপন করেন বিসিপিএস এর কাউন্সিলর অধ্যাপক তাহমিনা বেগম ও বিএসএমএমইউর অধ্যাপক ডা. নুরুন্নাহার খানম। পাবলিক প্রকিউরমেন্ট এ্যাক্ট ও রুলস বিষয়ক কর্মশালার টেকনিক্যাল সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আব্দুল ওয়াদুদ ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার (প্রকিউরমেন্ট) আশিক আহমেদ শিবলী।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়