DESK
Published:2024-12-18 12:18:26 BdST
বিএসএমএমইউ উপাচার্যের সঙ্গে নবজাতক বিভাগের চেয়ারম্যান শিক্ষক, রেসিডেন্টদের সাক্ষাত
বিএসএমএমইউ সংবাদ বিজ্ঞপ্তি
____________________
আজ বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪ইং তারিখে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম এর সঙ্গে নবজাতক বিভাগের (নিওনেটাল) চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আব্দুল মান্নান এর নেতৃত্বে উক্ত বিভাগের শিক্ষক, রেসিডেন্ট ছাত্রছাত্রীবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন এবং পরিবেশ বান্ধব ইনডোর প্ল্যান্টের একটি বৃক্ষ উপাচার্যর হাতে তুলে দেন।
আজ বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪ইং তারিখে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বিশ্ববিদ্যালয়ে ওপিডি-২ এ রাউন্ড দেন এবং চিকিৎসাসেবার খোঁজখবর নেন ও রোগীদের সাথে কথা বলেন। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ রেজাউর রহমান, অতিরিক্ত পরিচালক ডা. মোঃ শহীদুল হাসান, উপাচার্য র একান্ত সচিব ডা. রুহুল কুদ্দুস বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন: