Saha Suravi

Published:
2024-12-02 10:47:52 BdST

বিএসএমএমইউতে ক্লিনিক্যাল এ্যাসেসমেন্ট বিষয়ক কর্মশালা


 

বিএসএমএমইউ বিজ্ঞপ্তি
______________________


বিএসএমএমইউতে স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এ্যাসেসমেন্ট (এসসিএ) স্টেশন প্রিপারেশন (Workshop on structured Clinical Assesment (SCA) Station Preparation ) বিষয়ক এক কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে শনিবার ৩০ নভেম্বর ২০২৪ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ও লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ডা. জেসমিন বানুর সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক ডা. তারিক রেজা আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ ও ফিটোম্যাটার্নাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাহরীন আখতার। টেকনিক্যাল সেশনে মূল বক্তব্য রাখেন অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ও লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম উচ্চতর মেডিক্যাল শিক্ষা কার্যক্রম প্রদানে আরো মানসম্মত গুণগত শিক্ষা প্রদানের উপর গুরুত্বারোপ করে বলেন, স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এ্যাসেসমেন্ট (এসসিএ) স্টেশন প্রিপারেশন বিষয়ক কর্মশালা কী ধরণের শিক্ষা প্রদান করা হচ্ছে তার মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যা প্রকারান্তে উচ্চতর মেডিক্যাল শিক্ষা কার্যক্রমকে আরো উন্নত, বেগবান ও প্রসারিত করবে। যা দেশের রোগীদের সর্বাধুনিক মানের বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রাপ্তির বিষয়ে বিশেষ ভূমিকা রাখবে এবং গুণগত বিশেষজ্ঞ চিকিৎসা শিক্ষা ও সেবা কার্যক্রম সম্প্রসারণে বিরাট অবদান রাখবে। লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম তাঁর বক্তব্যে আইকিউএসি কর্তৃক গৃহীত সকল শিক্ষা কার্যক্রমের সাফল্য কামনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ রুহুল আমীন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহেমদ, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ মোজাম্মেল হক, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. অধ্যাপক মোহাম্মদ সফি উদ্দিন, প্রিভিনটিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আতিকুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মোঃ জিল্লুর রহমান, কোর্স ডাইরেক্টর অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, অধ্যাপক ডা. কেএম দিদারুল ইসলাম, অধ্যাপক ডা. নাহিদ ফারহানা আমীন, অধ্যাপক ডা. মোঃ মাসুদুর রহমান, অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়