Saha Suravi
Published:2024-11-13 17:44:23 BdST
বিএসএমএমইউ-র ডীন অধ্যাপক ডা. আহমেদ আবু সালেহের জানাজা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তি
--------------
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদের ডীন এবং মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. আহমেদ আবু সালেহর জানাজা অনুষ্ঠিত হয়েছে বিএসএমএমইউ মসজিদে।
আজ ১৩ নভেম্বর ২০২৪ইং তারিখ সকাল ৯টা ১০ মিনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তাঁর জানাজা জোহর নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
জানাজায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান, বিএসএমএমইউ এর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোঃ রুহুল আমিন মিয়া, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, ডিন অধ্যাপক ডা. মোঃ মোজ্জাম্মেল হক, ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ প্রমুখ সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের ১৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে, আত্মীয়-স্বজন, অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁকে তাঁর গ্রামের বাড়ি সিলেটের হবিগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আপনার মতামত দিন: