DESK
Published:2024-10-06 13:07:31 BdST
৯ জন নবীন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক পেল বাংলাদেশ
ডেস্ক
________________________
বাংলাদেশের মানসিক রোগ চিকিৎসার ক্ষেত্র আরও সমৃদ্ধ ও শক্তিশালী হল। ৯ জন নবীন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক পেল বাংলাদেশ ।
এই ৯ জন মেধাবী মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক হলেন,
ডা. ফাতেমা তুজ জোহরা জ্যোতি
ডা. আসিফ নেওয়াজ ,
ডা. ইমদাদুল মাগফুর,
ডা. অনামিকা চৌধুরী,
ডা. মুস্তাকিম ফারুকী,
ডা. সামিউল আলম,
ডা. শিহাব শাহরিয়ার,
ডা. শাহরিয়ার হাসান তানভীর,
ডা. মো: আসিফ আল নাইম।
সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমডি সাইকিয়াট্রি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে তারা পূর্ণাঙ্গ মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ করলেন। একই সঙ্গে বাংলাদেশের শ্রেষ্ঠ মেধাবী হিসেবে সাফল্য দেখালেন।
৯ জন নবীন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসককে অভিনন্দন জানিয়েছেন
ডাক্তার প্রতিদিন সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের অধ্যাপক ডা সুলতানা আলগিন । তিনি বলেন, বাংলাদেশের সূর্যসন্তান চিকিৎসক সম্প্রদায় আরও সমৃদ্ধ ও শক্তিশালী হল নবীন এই মনোরোগ বিশেষজ্ঞদের মেধাবী আত্মপ্রকাশে।
এছাড়া এমডি ফেজ এ -তে পাশ করেছেন ১৪ জন। তারা হলেন ,
ডা. নিগার সুলতানা,
ডা. শফিউন্নাহার খানম,
ডা. মো: জাকারিয়া খান,
ডা. মাহজবিন ফেরদৌস ,
ডা. জান্নাতুল মোবাশ্বেরিন দিয়া,
ডা. শামিমা সুলতানা,
ডা. মো. ইয়াকুব আলী সরদার,
ডা. মো. আবদুল মনিব বিশ্বাস,
ডা. মো. রেজওয়ান কবির,
ডা. এটিএম মেহদী হাসান ,
ডা. শাফায়েত হোসাইন মীর,
ডা. রেবেকা ইয়াসমিন,
ডা. দিলরুবা আকতার ,
ডা. জান্নাতুল ফেরদৌস ।
পূর্ণাঙ্গ মনোরোগ বিশেষজ্ঞ হওয়ার পথে এক ধাপ এগিয়ে যাওয়া এই নবীনদেরও শুভেচ্ছা জানান ডাক্তার প্রতিদিন সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের অধ্যাপক ডা সুলতানা আলগিন।
আপনার মতামত দিন: