ডা শাহাদাত হোসেন

Published:
2022-06-22 20:44:47 BdST

পদ্মা সেতু চালুর বছরেই আরেক বিশ্ব-চমক: চালু হচ্ছে বিএসএমএমইউ সুপার স্পেশাল হাসপাতাল


বিএসএমএমইউ সুপার স্পেশাল হাসপাতাল

 

সংবাদদাতা
______________________

চলতি জুন মাসে বিশ্ব-চমক স্থাপনা পদ্মা সেতু চালুর পর এ বছরেই বাংলাদেশে আরেকটি বিশ্বমানের কাজ উদ্বোধন করার প্রস্তুতি এখন চুড়ান্ত। বাংলাদেশের মধ্যেই
বিএসএমএমইউতে নির্মিত সুপার স্পেশাল হাসপাতালের উদ্বোধন হতে যাচ্ছে এ বছরেই । জুলাই থেকে সেপ্টম্বরের মধ্যে এই হাসপাতালে রোগী সেবা কাজ শুরু হয়ে পরবর্তীতে পুরো দমে চলবে।
এটা চালু হলে বিএসএমএমইউ হবে বিশ্বের শীর্ষ ১০ রোগী সেবাদানকারী স্বাস্থ্যসেবালয়ের একটি।

___________________
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচের লিঙ্কে পাঠ করতে পারবেন :https://daktarprotidin.com/b-s-m-m-u/7809/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97%E0%A7%80-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%9F%E0%A6%AA-%E0%A6%9F%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%87%E0%A6%89

 

 


_____________________________

প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান জানান , আটশত থেকে সাড়ে আটশত বেডের এই হাসপাতালের নির্মাণ কাজের দুটি অংশের মধ্যে একটি হচ্ছে কন্সট্রাকশন। দ্বিতীয়টি হচ্ছে ইকুইপমেন্ট ইন্সটলমেন্টের কাজ। ইতিমধ্যে ইকুইপমেন্টের ৮০ শতাংশ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র চলে এসেছে। জুনের প্রথম সপ্তাহ থেকে স্থাপনের কাজ চলছে। শেষ হবে জুনের মধ্যেই।

তিনি বলেন, ওয়েস্ট ম্যানেজমেন্ট ইকুইপমেন্টও চলে এসেছে কোরিয়া থেকে। হাসপাতালে বেডর স্থাপনের কাজ চলমান। ফার্নিচার বসানোর ৭২ শতাংশ কাজ এমাসেই সম্পন্ন হবে। গাড়ি পার্কিং এবং গার্ডেন ও হাসপাতালের সৌন্দর্য বৃদ্ধির কাজও প্রায় শেষের পথে।

প্রকল্প পরিচালক বলেন, তবে আমাদের কাজগুলো আরও আগেই শেষ হতো। কিন্তু ঈদের কারণে আমরা ধাক্কা খেয়েছি। রোজার ঈদে শ্রমিকরা বাড়ি চলে যাওয়াতে কাজ কিছুটা পিছিয়েছে। ফলে চুক্তি অনুযায়ী আমরা চলতি বছর জুনের ৩০ তারিখের মধ্যে কাজ শেষ করতে পারবো না। তবে সেপ্টেম্বর নাগাদ সুপার স্পেশাল হাসপাতালের কাজ শেষ হয়ে যাবে বলে আমরা আশাবাদী।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়