Dr. Aminul Islam

Published:
2021-11-01 19:37:01 BdST

বিএসএমএমইউতে ইনফার্টিলিটির চিকিৎসায় নতুন দিগন্ত, স্টেম সেলের প্রয়োগ


বিএসএমএমইউ উপাচার্য সংশ্লিষ্ট বিভাগের প্রফেসর ও চিকিৎসকদের সঙ্গে

 

বিএসএমএমইউ সংবাদ দাতা
_________________

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এর নির্দেশনা অনুযায়ী প্রথমবারের মতো ইনফার্টিলিটির চিকিৎসায় স্টেম সেলের প্রয়োগ হয়েছে। ইনফার্টিলিটির চিকিৎসায় স্টেম সেলের প্রয়োগ এটাই প্রথমবার। এর মধ্য দিয়ে ইনফার্টিলিটি চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন যুগের শুভ সূচনা হলো বলে জানিয়েছেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। বিশ্বের অন্যান্য দেশেও এর ব্যবহার রয়েছে। ৩১ অক্টোবর ২০২১ইং তারিখে অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগিতায় স্টেম সেল সংগ্রহ করা হয় যা রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফারটিলিটি বিভাগে সরবরাহ করা হয় এবং সফলভাবে ইনফার্টিলিটির চিকিৎসায় প্রয়োগ করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক মহতী অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আসাদুল ইসলাম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী প্রমুখসহ ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ এবং রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফারটিলিটি বিভাগের সম্মানিত শিক্ষক ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়