Dr. Aminul Islam

Published:
2021-03-01 16:40:00 BdST

করোনা মোকাবেলায় সাফল্য : প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাল বিএসএমএমইউ সিন্ডিকেট



ডেস্ক
--------------------
করোনা মহামারি মোকাবিলা, সবরকম গুজব রটনার বিরুদ্ধে লড়াই করে করোনা টিকা দান কর্মসূচিতে অনন্য সাফল্য ও উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীত হতে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সিন্ডিকেট নেতৃবৃন্দ।

রোববার ২৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ৮১তম সিন্ডিকেট সভায় এ অভিনন্দন জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘কোভিড-১৯-এর সফল মোকাবিলা, অর্থনীতির পুনরুজ্জীন ও জীবনমান সচল রাখার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা ব্লুমবার্গ প্রণীত সূচকে ‘কোভিড-১৯ সহনশীল র্যাংঙ্কিং’ এ বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শীর্ষ এবং সারা বিশ্বে ২০তম অবস্থান অর্জন করেছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও কোভিড ১৯ মোকাবিলায় যুক্ত সকল ফ্রন্টলাইন যোদ্ধাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের উদ্যোগে ভ্যাকসিন সেন্টার, ফিভার ক্লিনিক, টেলিমেডিসিন সেবা, আউটডোর সেবা, পিসিআর ল্যাব সার্ভিস, পৃথক কোভিড-১৯ হাসপাতাল স্থাপন অর্থাৎ করোনা সেন্টার চালু, বাংলাদেশে প্রথমবারের মতো কোভিড-১৯ ফলোআপ ক্লিনিক চালু ও বহুবিধ গবেষণার মাধ্যমে বিএসএমএমইউ এই দুর্যোগকালে চিকিৎসা শিক্ষা, সেবা ও গবেষণায় বাংলাদেশে প্রধান ভূমিকা পালন করছে।’


সিন্ডিকেট সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বেলায়েত হোসেন তালুকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, বিসিপিএসের সভাপতি অধ্যাপক কাজী দীন মোহাম্মদ, বিএমডিসির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. কাজী শহিদুল আলম, বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান, সাবেক ডিন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখার আলম, নাক কান গলা বিভাগের অধ্যাপক ডা. এ এইচ এম জহিরুল হক, অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাদিয়া শারমিন, কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. হৃদয় রঞ্জন প্রমুখ।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়