Dr. Aminul Islam

Published:
2020-06-13 02:39:17 BdST

বিএসএমএমউ কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে তাদের করোনা আক্রান্ত স্টাফদের জন্য?


 

লেখকের ছবি

অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার
বাংলাদেশের প্রথিতযশ
মনোরোগ বিশেষজ্ঞ
প্রাক্তন চেয়ারপারসন , মনোরোগ বিদ্যা বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা
____________________________

বিএসএমএমউ কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে তাদের করোনা আক্রান্ত স্টাফদের জন্য?

বিএসএমএমউ-এর জন্মলগ্ন থেকে কাজ করছি। চিকিৎসা, সেবা, গবেষনায় বিশ্বস্ততার সাথে কাজ করেছি। শিক্ষক হিসেবে সফল হয়েছি। দেশে বিদেশে গবেষনাপত্র পড়ে প্রশংসা পেয়েছি।
অন্যান্য সকল হাসপাতালে নিজেদের স্টাফরা করোনায় অসুস্থ হলে সেবাদানের ব্যবস্থা আছে।

আর আজ করোনার ক্রান্তিকালে আমরা বিএসএমএমউ-র অধ্যাপকরা অসুস্থ হলে সেবাটুকু থেকে বঞ্চিত হচ্ছি। কেন কতৃপক্ষের এই উদাসীনতা?! আমাদের অধ্যাপক ঢাকা মেডিকেলের আইসিইউ-তে মারা যাচ্ছেন; আরেক কোভিড পজেটিভ অধ্যাপক হাসপাতালের দোরে দোরে ঘুরে তাঁর স্বামীকে রাত দুইটায় শ্বাসকষ্ট নিয়ে ভর্তি করেছেন এক হাসপাতালে। ফিভার ক্লিনিকে যে রেসিডেন্ট কাজ করছেন তার কোয়ারিন্টিনের ব্যাবস্থা নেই। কেন? বাড়ীতে তাদের বয়স্ক বাবা মা আছেন।

কর্তৃপক্ষের কাছে অনুরোধ দায়িত্ব নিন। আপনার একজন কর্মচারী/কর্মকর্তা অসুস্থ হলে সেবাটুকু তো দিন! নাহলে তাদের কাছ থেকে সর্বোচ্চ সেবা পাবেন এ দাবী করবেন কি ভাবে? আর দেরী নয়। সেন্টার ফর এক্সেলেন্স তার স্টাফদের জন্য কি করছে অধীর আগ্রহে সেটা দেখার অপেক্ষায় আছি ....

_________________________

AD..

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়