Ameen Qudir

Published:
2020-04-01 17:07:15 BdST

আজ থেকে বিএসএমএমইউ-তে ৪ ঘন্টায় করোনা পরীক্ষার ফল মিলছে


 

ডেস্ক / বিএসএমএমইউ সংবাদদাতা
________________________
বাংলাদেশের শীর্ষ মেডিকেল চিকিৎসালয়ে ৪ ঘন্টায় করোনা ভাইরাস পরীক্ষার ফল মিলবে।
করোনায় আক্রান্ত সন্দেহভাজন ব্যক্তিদের পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ। আজ ১ এপ্রিল ২০২০ থেকে এই পরীক্ষা শুরু হচ্ছে। বিএসএমএমইউর চিকিৎসকেরা সন্হেভাজন রোগীর লক্ষণ বিচার করে সন্দেহ হলে তাঁকে পরীক্ষা করবেন। রোগীর নমুনা সংগ্রহের পর ৪ ঘণ্টার মধ্যে ফল জানা যাবে ।
কাল সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত এখানে রোগীরা পরীক্ষা সেবা বিনা মূল্যে করাতে পারবেন।

বিএসএমএমইউর ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক এস এম রাশেদ উল ইসলাম জানান, করোনাভাইরাসের লক্ষণ নিয়ে আসা ব্যক্তির নমুনা সংগ্রহের পর চার ঘণ্টার মধ্যে জানা যাবে, নমুনা নেওয়া ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত কি না।
করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে আসা ব্যক্তির মুখের লালা বা নাকের সোয়াব সংগ্রহ করা হয়।
বিএসএমএমইউতে স্থাপন করা হয়েছে করোনাভাইরাস শনাক্তকরণের ল্যাবরেটরি।

বিএসএমএমইউর উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেন, যাঁরা সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত, তাঁদের চিকিৎসার জন্য আমরা ফিভার ক্লিনিক নামে আলাদা বিভাগ চালু করেছি। যেকেউ আমাদের হাসপাতালে এসে চিকিৎসা নিতে পারবেন। আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে আসা ব্যক্তিদের মধ্যে যাঁদের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হবে, তাঁদের পরীক্ষা করা হবে।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়