Ameen Qudir

Published:
2019-02-08 08:58:07 BdST

বিএসএমএমইউতে মালয়েশীয় নারীর সফল কিডনি ট্রান্সপ্ল্যান্ট: সুস্থভাবে দেশে ফিরছেন


 

ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)এর চিকিৎসকরা এক মালয়েশীয় নারীর সফল কিডনী ট্রান্সপ্ল্যান্ট করেছেন । এটিই বাংলাদেশের প্রথম ঘটনা। একই সঙ্গে বিএসএমএমইউতে প্রথম কোনো বিদেশি রোগীর কিডনি ট্রান্সপ্ল্যান্টের ঘটনা। মালয়েশিয়া নারী তার স্বদেশে না গিয়ে বাংলাদেশের উন্নত চিকিৎসায় সন্তুষ্ট হয়ে আগ্রহ সহকারে বিএসএমএমইউকেই বেছে নিলেন।

সব পরীক্ষা-নিরীক্ষা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ট্রান্সপ্ল্যান্ট সফলভাবে করেন ইউরোলজি বিভাগ।

৭ ফেব্রুয়ারি তিন মাস নেফ্রোলজি বিভাগের অধীনে ভর্তি থেকে ছাড়পত্র নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন তিনি ।

এ তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. এসএম জাকির হোসেন সুমন।

 

তিনি জানান, এই সফল ট্রান্সপ্ল্যান্টে নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ও প্রোভিসি (এডমিন) অধ্যাপক ডা. মুহাম্মাদ রফিকুল আলম, চেয়ারম্যান অধ্যাপক ডা. আসিয়া খানম, অধ্যাপক শহীদুল ইসলামসহ শিক্ষক চিকিৎসকবৃন্দ বিশেষ কৃতিত্বের দাবিদার।

ইউরোলজি বিভাগের ট্রান্সপ্ল্যান্ট ইউনিটের অধ্যাপক হাবিবুর রহমান ও ডা. তৌহিদ দীপুসহ সকল চিকিৎসকের বিশেষ অবদান রয়েছেন।

ডা. এরশাদ, ডা. রেমিন রাফি,ডা. সাইফুল,ডা. জাকির সুমনসহ অন্যান্য রেসিডেন্ট চিকিৎসকদের অবদান অনস্বীকার্য।
ডাক্তারদের মতে

বাংলাদেশের চিকিৎসা বিশ্বমানের সেটা প্রমাণ করছেন চিকিৎসকরা। কিন্তু নিন্দুকের গুজব ও কুৎসা এ খনও বাংলাদেশের জন্য কলঙ্ক।

আপনার মতামত দিন:


বিএসএমএমইউ এর জনপ্রিয়