Ameen Qudir

Published:
2017-11-16 18:56:44 BdST

১০০ একর জুড়ে করা বাহুবলী সাম্রাজ্যে পর্যটকদের ভীড়


Image result for bahubali 2



 

অনলাইন রিপোর্ট

______________________________

Mahishmati Kingdom

পরিচালক এস রাজামৌলির ছবি ‘বাহুবলী’র রাজকীয় সেটটিকে সংরক্ষণ করা হয়েছে রামোজি ফিল্ম সিটিতে।

Mahishmati Kingdom

এ সাম্রাজ্য একেবারেই কাল্পনিক। তবু তার চোখ ধাঁধাঁনো স্থাপত্য এখন ছুঁয়ে দেখতে পারেন আপনিও। বাহুবলী’র মাহিষ্মতী সাম্রাজ্য। এখন যার আনাচে কানাচে ঘুরে দেখতে পারবেন আপনি। আসুন জেনে নেওয়া যাক সেটা কী ভাবে সম্ভব।

Mahishmati Kingdom

 

১০০ একরেরও বেশি এলাকায় তৈরি এই সেট বানাতে খরচ হয়েছিল প্রায় ৬০ কোটি টাকা।


এখন ‘বাহুবলী’র বিশাল এই সেটটি পর্যটনকেন্দ্র হিসেবে খুলে দেওয়া হল সর্বসাধারণের জন্য।

Mahishmati Kingdom


রামোজি ফিল্ম সিটিতে ঢুকে মাহিষ্মতী সাম্রাজ্য ঘুরে দেখতে টিকিটের দাম পড়বে ১২৫০ রুপি থেকে ২৩৪৬রুপি পর্যন্ত ।

 

Image result for bahubali 2

 


রামোজি ফিল্ম সিটির ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কাটা যাবে। আপাতত ১৪ ডিসেম্বর পর্যন্ত টিকিট বুক করা যাবে।

আপনার মতামত দিন:


ভ্রমণ এর জনপ্রিয়