Ameen Qudir

Published:
2016-11-19 01:58:43 BdST

নেই আর নেই এরই নাম হাসপাতাল, স্ট্রেচার না পাওয়ায় স্বামীকে টেনে দোতলায় নিলো স্ত্রী


      

      স্টাফ রাইটার
_________________________

হরহামেশাই ঘটছে এইসব অমানবিক ঘটনা। কেউ দেখার নেই। হাসপাতালে গিয়ে স্ট্রেচার মেলে না। ট্রলি পাওয়া যায় না। ট্রলিবয় হেঁকে বসে বিরাট অঙ্কের বকশিস। টাকা ছাড়া কাজ হয় না সরকারি হাসপাতালে।
সারা উপমহাদেশ জুড়েই একই চিত্র।
কিন্তু গরীব রোগীরা যাবে কোথায়।
ভুক্তভোগীরা অসহায় । তাদের মেজাজ ধরে রাখাও মুশকিল।

ছবির এই অসুস্থ স্বামীকে নিয়ে স্ত্রী গিয়েছিলেন হাসপাতালে। গিয়ে দেখেন , স্ট্রেচারও নেই। ট্রলি মিলল না। হুইল চেয়ার পাওয়া গেল না। যাকেই জিজ্ঞাসা করেন, সেই বলে নেই।
হাসপাতালে শুধু নেই আর নেই।
কি করবেন তিনি। স্বামী বেচারা কঁকিয়ে যাচ্ছিল।
কিছুই করার ছিল না।

স্বামীকে যে দোতলায় নিয়ে যেতে হবে। কেমন করে নেবেন শ্রিবানী।
শেষে কি করা।
তিনি টেনে হিচঁড়ে নিয়ে গেলেন দোতালায়।
ঘটনা অন্ধ্র প্রদেশের।
এমন ঘটনা হরহামেশা বাংলাদেশেও ঘটছে। হাসপাতালে শুধু নেই আর নেই। হুইল চেয়ার নেই। ট্রলি নেই। ওষুধ নেই। অবশ্য টাকা দিলে সবই মেলে। সরকারি হাসপাতাল স্বাস্থ্যকর্মচারিদের দাপটে অস্থির।
কবে যে এই চিত্র বদলাবে।

আপনার মতামত দিন:


খেলা এর জনপ্রিয়