Ameen Qudir

Published:
2016-11-14 18:20:19 BdST

হোয়াইট হাউসে ট্রাম্প যেভাবে বদলাবেন


 


রাজিক হাসান
_________________


ট্রাম্প - না, না, আর দেরী নয়। গুড়িয়ে দাও আই এস।

সি আই এ - না স্যার। তা সম্ভব নয়। টার্কি, কাতার সৌদী'র সাথে আমরাই যে বানিয়েছি আই এস।

ট্রাম্প - ডেমোক্র্যাট আই এস স্রষ্টা।

সি আই এ - জ্বি না স্যার। আমরা আই এস স্রষ্টা। আই এস থাকবে রিপাব্লিকানদেরও দরকারে। আই এস ছাড়া মার্কিন হারাবে ফান্ডিং আর তেল গ্যাস লবিং।

ট্রাম্প - বন্ধ কর পাকিস্তানের ফান্ডিং। তাদের দায়িত্ব দাও ইন্ডিয়াকে।

সি আই এ - সম্ভব নয় স্যার।

ট্রাম্প - কেন নয় ?

সি আই এ - ইন্ডিয়া করবে বেলুচিস্তানকে আলাদা, পাকিস্তানের মানচিত্র থেকে।

ট্রাম্প - পরোয়া করি না আমি। কী যায় আসে তাতে।

সি আই এ - ইন্ডিয়া তার কাশ্মীরে ফিরে পাবে শান্তি। অস্ত্র কেনা করবে বন্ধ, বাড়বে আমাদের অশান্তি। হবে তারা সুপার পাওয়ার নইলে। পাকিস্তানকে দিতে হবে ফান্ডিং। ইন্ডিয়ার শায়েস্তা চাইলে।

ট্রাম্প - হুমম। তালিবান ? তালিবান তো ধ্বংশ করবে, নাকী ?

সি আই এ - তাও সম্ভব নয় স্যার। আমরাই বানাইছি তালিবান সেই ৮০'র দশকে, করতে শায়েস্তা রাশিয়াকে। এখন তারা আছে ব্যস্ত নিয়ে পাকিস্তানকে। এরই ফাঁকে যদি করা যায় নিষ্ক্রিয়, তাদের নিউক্লিয়ারকে।

ট্রাম্প - মধ্যপ্রাচ্যের সন্ত্রাসীদের ধ্বংশ তো করবে। সৌদী দিয়াই হোক শুরু।

সি আই এ - সম্ভব না স্যার। আমারদের মদদেই চলে তারা। করে ফেলা যাবে তাদের নির্বংশ, তাদের তেল দরকার না হলে। যেখানে সেখানে তো আর পারি না দিতে, মোদের এই গণতন্ত্র। জনগণ তাদের তেলের মালিক হবে। এইটা তো পারি না আমরা, চলুক রাজতন্ত্র।

 

 

ট্রাম্প - তাহলে ইরানকেই আক্রমণ করা হোক।

সি আই এ - আমরা এটাও পারি না স্যার।

ট্রাম্প - পারি না ? কেন পারি না ?

সি আই এ - চলছে আলোচনা।

ট্রাম্প - কি বিষয়ে ? কিসের আলোচনা।

সি আই এ - চুরি যাওয়া ড্রোন নিয়ে স্যার। যদি আমরা করি আক্রমন তাদের - রাশিয়া করবে আমাদের। ইরান আমাদের দরকার দিতে চেক ইসরাইলী সরকার।

 

 

ট্রাম্প - তাহলে আবার ইরাক আক্রমণ হোক।

সি আই এ - আমাদের বন্ধু আই এস ইরাকের বড় অংশ দখল যে করে আছে।

ট্রাম্প - বড় অংশ ? কেন নয় সম্পূর্ণ অংশ।

সি আই এ - আমাদের শিয়াও দরকার স্যার। আই এস চেক দিতে।

ট্রাম্প - ওহ ! তাহলে এই মার্কিন মুল্লুকে মুসলিমদ নিধন শুরু কর।দাও সবাইকে দেশে থেকে বের করে।

সি আই এ - তাও সম্ভব নয় স্যার।

ট্রাম্প - কেন নয় ?

সি আই এ - দেশের জনগণ তাতে নির্ভিক হয়ে যাবে যে।

ট্রাম্প (এবার ঘর্মাক্ত হয়ে) - কী বলছ যা তা। বলে দাও, প্রেসিডেন্ট হয়ে করব কী ? ঘুরছে আমার মাথা।

সি আই এ - এনজয় ইউর হোয়াইট হাউজ স্যার। ( হেসে ) উই উইল টেক কেয়ার অব দ্য রেষ্ট।

~ ভাবনা, ডেইলি সান পত্রিকা থেকে।

------------------
লেখক রাজিক হাসান, লন্ডন প্রবাসী জনপ্রিয় বিজ্ঞান ও রম্য লেখক।

আপনার মতামত দিন:


খেলা এর জনপ্রিয়