Ameen Qudir

Published:
2017-01-03 16:19:31 BdST

এবার এ আর রহমানের বিরুদ্ধে গান চুরি অভিযোগ আসিফের


 

ডাক্তার প্রতিদিন

_____________________
এবার ঢাকার পপকন্ঠশিল্পী আসিফ কথা ও অভিযোগের কামান দাগলেন বিশ্বসেরা সঙ্গীত প্রতিভা এ আর রহমানের দিকে।

আসিফের দাবি, রহমান নাকি তার একটি গান কপি করে তার ওকে জানু ছবিতে জুড়ে দিয়েছেন।

অাসিফ আকবর তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন,

 

""আমার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসের সেরা চ্যালেঞ্জ ২০১৭। ফুরিয়ে না যাওয়া আসিফের প্রমানের বছর,বেশীদিন অপেক্ষা করতে হবে না, বারুদে দেশলাইয়ের আগুন প্রয়োজন হবেনা, এমনিতেই জ্বলবে। রাতের ঢাকা অদ্ভূত সুন্দর, জিরো ডেসিবেল শব্দ দূষনে বেঁচে থাকার একটা চেষ্টা, রাত পোহালেই অশিক্ষিত হর্ন। একাই বসে থাকি, গান শুনি। আজ রাতে এক বন্ধু তার পছন্দের একটা গান শোনালো। সিনেমার নাম OK JAANU, গানের টাইটেল TU JO NEHI , মিউজিক করেছেন শ্রদ্ধেয় এ আর রেহমান । ২০০৩ সালের প্রীতমের কথা সুরে আমার গাওয়া ‘ তুমি নেই বলে ’ গানটির সরাসরি কপি। খারাপ লাগেনি, কোন ঝামেলাও করবো না ।বরং গর্বিত, কারন এ আর রেহমান স্যারের ‘দিলসে’ গানটা আমি ‘ক্ষ্যাপা বাসু’ ছবিতে কপি গেয়েছি, কিংবা বাধ্য হয়ে গাইতে হয়েছে। """

আসল ঘটনা কি !

আসল ঘটনা বা আসিফের অভিযোগ বাস্তবে কিন্তু কান নিয়েছে চিলের মত।

এ আর রহমানের ওকে জানু ছবিতে আসিফের উল্লেখ করা গানের বা সুরের মত কোন গানই নেই। নকল বা কপির প্রশ্ন তাই অবান্তর।

আপনার মতামত দিন:


খেলা এর জনপ্রিয়