Ameen Qudir

Published:
2019-01-17 01:53:10 BdST

জয় বাঙালিরবাঙালির বিশ্বরেকর্ড, সাত শৃ্ঙ্গ সাত আগ্নেয়গিরি জয়ের নজির




ডেস্ক
_______________________

তৈরি হলো নতুন বিশ্বরেকর্ড। বিশ্বের সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসেবে সাতটি পর্বতশৃঙ্গ ও সাতটি আগ্নেয়গিরি জয়ের নজির স্থাপন করলেন বাঙালি পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত।

বিরল নজির গড়লেন বাঙালি পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত। জয় করলেন আন্টার্কটিকার সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট সিডলি। আর এর সঙ্গেই তৈরি হলো নতুন বিশ্বরেকর্ড। বিশ্বের সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসেবে সাতটি পর্বতশৃঙ্গ ও সাতটি আগ্নেয়গিরি জয়ের নজির স্থাপন করলেন বাঙালি পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত।

ভারতীয় সময় অনুযায়ী সকাল ৬ টা বেজে ২৫ মিনিটে অ্যান্টার্কটিকার সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট সিডলি আগ্নেয়গিরির শৃঙ্গে পা রাখেন ৩৫ বছর ৯ মাস বয়েসি পর্বতারোহী সত্যরূপ। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ড্যানিয়েল বুলের দখলে। তিনি ৩৬ বছর ১৫৭ দিন বয়সে এই কৃতিত্ব স্থাপন করেছিলেন।

এদিন নিজের ট্যুইট হ্যান্ডেলে এই কীর্তির কথা জানান সত্যরূপ। ২০১৭ সালে সপ্তশৃঙ্গ জয়ের কীর্তি স্থাপন করেছিলেন তিনি। তাঁর এই নতুন সাফল্য বিশ্বের দরবারে বাঙালিকে নতুন করে আলোকিত করল এ কথা নিঃসন্দেহে বলা যায়।

দেখুন টুইট—


Satyarup Siddhanta
@SatyarupS
At 10:10 Fluttered the india flag at sidley what a proud moment | Find me with inReach➜https://inr.ch/AM6IOQB

34
5:38 PM - Jan 15, 2019 · Antarctica
Twitter Ads info and privacy
28 people are talking about this

 

আপনার মতামত দিন:


খেলা এর জনপ্রিয়