Ameen Qudir

Published:
2018-06-22 18:07:11 BdST

আর্জেন্টিনার মাতমে ব্রাজিল দিচ্ছে মাথায় পানি


 



 

ডেস্ক ____________________

ক্রোয়েশিয়ার কাছে ৩ গোলে হারার পর আর্জেন্টাইন সমর্থক শিবিরে গভীর নীরবতা নেমে এসেছে। কিন্তু প্রতিপক্ষ সমর্থক শিবিরের উদ্যমের সীমা নেই। আজ ব্রাজিল পরীক্ষার মুখোমুখি। সন্ধ্যায় ব্রাজিল কোস্টারিকার সঙ্গে খেলবে। কিন্তু দেশের কোটি ফুটবল সমর্থক গত রাতের ট্রাজেডি নিয়ে মাতম ও ঠাট্টায় লিপ্ত। কাটুনও হচ্ছে কম নয়। বাংলাদেশের ডাক্তার শিবির এই রঙ্গ লড়াইয়ে পিছ পা নয়। তারাও লিখে চলেছেন জোর কলমে। তারই কিছু নমুনা ফেসবুক থেকে।

ডাঃ মোঃ মনিরুল ইসলাম লিখেছেন,

আমি এটা কি দেখলাম,খেলায় হারজিত থাকবে তাই বলে এমন হার! অসংখ্য ভক্তকূলকে হতাশ করে এভাবে বিদায়!ভালবাসার এই প্রতিদান হৃদয় তো মানছে না; হৃদয়ের রক্তপাত; মনের গহীনে কাটা দাগ কেমনে শুকাবে,আমি যে আর পারছিনা!


ডা. শাফিন ইব্রাহিম হোসেন লিখেছেন______
একদিন আমরাও তুলনামূলক স্ট্রং দলের কাছে ইন্জুরিতে জর্জরিত দল নিয়ে ৭-১ এ হেরেছিলাম। তারা আজকে পূর্ণ শক্তির দল নিয়ে শেষ।

ক্রোয়েশিয়া ৩-০ আর্জেন্টিনা ।
ট্রল আর করলাম না। কারন আমি জানি আমার ঐদিন কেমন লাগসে।

এইটাই প্রতিশোধ। যাও, কিছু বললাম না। বেস্ট অফ লাক।
_____________________

 

ডা. সুলায় মান জানাচ্ছেন


৯০বছরের রেকর্ড আর্জেন্টিয়ার গোল খাওয়ার( যারা ইতিহাসে অজ্ঞ শুধু তাদের জন্য)

>উরুগুয়ে ৬-১আর্জেন্টিয়া-১৯৪৫
>বলিভিয়া ৮-৩আর্জেন্টিয়া-১৯৫০ >>Up to 7
>পেরু ৬-০ আর্জেন্টিয়া-১৯৫৪
>জার্মানি ৮-০আর্জেন্টিয়া -১৯৫৮ >>Up to 7
>প্যারাগুয়ে ৫-৪আর্জেন্টিয়া-১৯৬২
>নাইজেরিয়া৫-৩আর্জেন্টিয়া ১৯৬০
>ইতালি ৭-০আর্জেন্টিয়া১৯৬৪ >>7up
>জার্মানি ৬-০আর্জেন্টিয়া১৯৭০
>সুইজারল্যান্ড ৫-২আর্জেন্টিয়া১৯৭৫
>চিলি ৬-১আর্জেন্টিয়া১৯৮০
>বলিভিয়া৬-০আর্জেন্টিয়া১৯৮৮
>বলিভিয়া ১১-১আর্জেন্টিয়া১৯৮৫ >Upper 10
>জার্মানি ৫-০আর্জেন্টিয়া১৯৮৮
>ব্রাজিল৫-০আর্জেন্টিয়া১৯৭৭
>ব্রাজিল৬-২আর্জেন্টিয়া১৯৯৬
>ব্রাজিল৩-০আর্জেন্টিয়া২০১৬
>জার্মানি৪-১আর্জেন্টিয়া২০১০
>স্পেন ৬-১আর্জেন্টিয়া২০১৮
>ক্রোয়শিয়া ৩-০ আর্জেন্টিনা ২০১৮
আজ কিন্তু আর্জেন্টিনার খেলোয়ারদের থ্রি-পিস পরাইয়া ছাড়ছে।
কেউ বকাবকি কইরেন না রেকর্ড দেখেন।
_________________________

ডা. ফরিদা ইয়াসমিন জানাচ্ছেন, ·
নদী পাড় হয়ে শিমুলিয়া ফেরীঘাটে নামার পর আমাদের মাইক্রোবাস কেরানীগঞ্জ - বসিলা হয়ে উত্তরার পথে।সময় কাটানোর জন্য 'টিম ক্রোকচর' এর জুনিয়র সদস্যরা রাস্তার দুপাশে উড়তে থাকা পতাকা গুনতে শুরু করল। নিয়মটা হলো সাপোর্টার্সরা যার যার দলের পতাকা গুনবে। সে অনুযায়ী দিহান ব্রাজিল, আয়মান জার্মান, আর জাইমা আর্জেন্টিনার পতাকা গুনছে। ঐশী তিনজনকেই সাহায্য করছে। ব্রাজিল, আর্জেন্টিনার সাথে পেরে উঠছে না জার্মান। যখন ব্রাজিল ৫২, আর্জেন্টিনা ৪৫, তখন জার্মান মাত্র ১৩... আয়মানের মন খারাপ। একঘন্টার মধ্যে আমরা মোহম্মদপুরের কাছে পৌঁছে গেলাম...! ততক্ষনে ব্রাজিল ২৫৩, আর্জেন্টিনা ২৪৬, আর জার্মান ১২১!!! তারপর হঠাৎ যেন পতাকার বাইনারী ফিশনে মাল্টিপ্লিকেশন শুরু হল...!! একটা বিল্ডিং এর ছাদে ব্রাজিলের ষোলোটা বিভিন্ন সাইজের পতাকা, আর্জেন্টিনার গোটা পাঁচেক...!! এক বিল্ডিং গুনতে গুনতেই গাড়ী অনেক দূর এগিয়ে যায়.., আশেপাশের শতশত উড়তে থাকা হলুদ- নীল- সাদা পতাকাকে দুইপাশে ফেলে রেখে!!! গন্তব্য আরো কিছুটা দূর... কিন্তু ততক্ষনে সকলের উৎসাহে ভাটা পড়েছে ...!! মাছির মত পুঞ্জাক্ষি আর আলোর গতি ছাড়া এত পতাকা গোনা অসম্ভব......!!

যাক, কিছুটা সময়তো আনন্দে কাটলো!!
বেঁচে থাকো বিশ্বকাপ!!

আপনার মতামত দিন:


খেলা এর জনপ্রিয়