Ameen Qudir

Published:
2016-12-01 04:25:59 BdST

সানির বোলিং প্রশ্নবিদ্ধ


 

ডাক্তার প্রতিদিন খেলা
______________________
আরাফাত সানির বোলিং অ্যাকশন আবারও প্রশ্নবিদ্ধ হল। সদ্য বড় ধাক্কাটা সামলে আন্তর্জাতিক ক্রিকেটে বল করার সনদ নিয়ে ফিরেছিলেন। কিন্তু মন্দ কপাল পিছু ছাড়ছে না। বিপিএলে ত্রুটিযুক্ত বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছেন এই বাঁহাতি স্পিনার।
বিপিএলে সানি খেলছে রংপুর রাইডার্সে। বুধবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ম্যাচে দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। তার অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে সোমবার রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচে।

বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলছেন,
ওর বোলিং নিয়ে সংশয়ের কথা জানিয়েছেন আম্পায়াররা। টুর্নামেন্ট শেষ হলে সানির অ্যাকশনের ফুটেজ বিশ্লেষণ করবে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটি।

রাজশাহীর বিপক্ষে ম্যাচে সানির একটি বল নিয়েই সংশয়ের কথা জানিয়েছেন আম্পায়াররা। সেটি ছিল ১৯তম ওভারের প্রথম বল।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রশ্নবিদ্ধ হওয়ার পর পরীক্ষায় অবৈধ প্রমাণিত হলে বোলিংয়ে নিষিদ্ধ হয়েছিলেন সানি ও তাসকিন আহমেদ। পরে দুজনই অ্যাকশন শুধরে পরীক্ষা দিয়ে ফের বোলিংয়ের অনুমতি পান গত ২৩ সেপ্টেম্বর।

আপনার মতামত দিন:


খেলা এর জনপ্রিয়