Ameen Qudir

Published:
2016-11-24 19:01:45 BdST

সিরিয়াল তৈরির মালমশলা চাইলে আপনিও পারবেন


        


   ডা. জাহিদুল ইসলাম
____________________________


একটা নায়িকা। নায়িকা চরিত্রের জন্য হাবাগোবা বা নিতান্ত সহজ সরল চেহারার নারীরা অধিক প্রাধান্য পাবে। একশ ঘা খেয়েও যে হাসিমুখে থাকতে পারবে, সেই আসল নায়িকা।

একটা নায়ক। দুইজন হলে আরও ভাল। নায়িকা কনফিউজড হয়ে যাবে, কাকে বিয়ে করা উচিত। সঙ্কট তৈরি করতে দুই নায়ক ভালো একটি আইডিয়া। তবে নায়িকা যেহেতু সতী সাধ্বী নারী, তাই বেশি কিছু দেখানো যাবে না।
নায়ক চরিত্রের জন্য বিশেষ কোন যোগ্যতার দরকার নেই। ২৫/৩০ বছর বয়স্ক পুরুষ হলেই হবে। অভিনয় দক্ষতা না থাকলেও চলবে। সিরিয়ালে পুরুষদের পুতুল সাজিয়ে রাখার নিয়ম।

দুই জোড়া বয়স্ক অভিনেতা অভিনেত্রী । মা বাবা ও শ্বশুর শাশুড়ি চরিত্রের জন্য। একজন বা দুইজন বুড়ো অভিনেতা অভিনেত্রী (দাদা দাদি চরিত্রের জন্য। একজন দাদি থাকা আবশ্যক। বিশেষ করে নায়কের একজন দাদি থাকলে ভাল হয়। পারিবারিক অশান্তি তৈরি কিংবা নির্মূলের জন্য, উভয় কাজেই দাদি সমানভাবে কার্যকর।)

নায়িকার শ্বশুর বাড়িতে সঙ্কট তৈরির জন্য ইচ্ছামত ননদ, জা রাখা যেতে পারে। তবে দেবর, কিংবা ভাই জাতীয় চরিত্র সৃষ্টি করে লাভ নাই, তারা নিতান্তই পুতুল থাকবে।

এছাড়া আরও কয়েকটি ইচ্ছামত চরিত্র যেমন কাজের মেয়ে, কাজের বুয়া, নায়িকার ভাই, নায়কের ভাই থাকতে পারে।

একটা ডুপ্লেক্স বাড়ি। নায়কদের বাড়ি অবশ্যই ডুপ্লেক্স হতে হবে। এক্ষেত্রে রান্নাঘর, ড্রয়িং রুম, ডাইনিং রুমের দিকে বেশি নজর দিতে হবে। টিভিতে যা দেখানো হবে, তার ৯০ শতাংশ হয় রান্নাঘর বা ড্রয়িং ডাইনিং রুমের মধ্যেই ঘটবে। তাই এই অংশগুলো সুন্দর করে তৈরি করতে হবে।

এছাড়া কাহিনীর জন্য অবশ্যই নায়ক নায়িকাদের মোটামুটি অবস্থাসম্পন্ন ঘরের হতে হবে।যেকেউ যেকোনো সময়ে চরম দরিদ্র হয়ে তিন কেজি মেকাপ নিয়ে মাটিও কাটাতে পারে তবে তা অতি অল্প সময়ের জন্য... নায়কদের যে কোন মাল্টিন্যাশনাল বিজনেস থাকবে,যেথায় প্রতিদিন ১০০ কোটি টাকার লাভ লোকসান হতে হবে। মনে রাখবেন, লাভ হলেও ১০০, লস হলেও ১০০।সেটার জন্য একটা উল্লেখযোগ্য সময় বরাদ্দকৃত।

এই উপকরণগুলো নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন, পরিমাণ মত সঙ্কট বা ঝামেলা মেশান, তৈরি হয়ে গেল মজাদার একটি হিন্দি সিরিয়াল। বছরের পর বছর পাবলিককে খাওয়ানো যাবে। নষ্ট হওয়ার কোন উপায় নেই ।
_______________________________

 

 

লেখক ডা. জাহিদুল ইসলাম । লেকচারার , Army Medical College Chittagong ।

আপনার মতামত দিন:


খেলা এর জনপ্রিয়