Ameen Qudir

Published:
2017-04-11 13:08:36 BdST

জ্যান্ত খান পিতার পিতৃহীন সন্তান


 

 

 


ডা. শিরিন সাবিহা তন্বী
_________________________________

 


আমি যদি তোমাকে বলি বাবার সংজ্ঞা কি?কি উত্তর দেবে তুমি?
বাবাকে কি দু চার লাইনের সংজ্ঞায় আটকে রাখা যায়?যে পুরুষ নিজের শরীরের সব গুলো বৈশিষ্ট্য তোমাকে প্রদান করে তোমার মাঝেই নতুন করে জন্ম নেয়।নিজের আদর,সোহাগ,শাসন,বারন,যত্ন আর নিরাপত্তার চাদরে তোমায় আগলে রাখে! তোমার আরাম,সুখ,সুবিধা,সম্মানের বন্দোবস্ত করেন সেই বাবা।"বাবা সমাচার" এ বলেছি।আবার বলছি।জন্মদাতা আর বাবা এক নয়।
শাকিব খান আব্রাহান খান জন নামক ঐ ছেলে পুতুল টার জন্মদাতা হয়েছেন।বাবা নয়।

শাকিবকে বাবা বলতে গেলে ঐ বাবাকে অপমান করা হয় যে বাবা চারটা সন্তান ই থ্যালাসেমিয়ার আক্রান্ত বলে দিন রাত ডোনার ক্লাব গুলোতে পাগলের মত ছুটে বেড়ান সন্তানদের আর কিছুদিন পৃথিবীর আলো দেখাতে!ঐ বাবাকে অপমান করা হয় যে রানা প্লাজায় আহত মেয়েকে হাসপাতালে ফেলে সাহায্যের বিশ হাজার টাকা নিয়ে জামাই পালিয়ে যাবার পর ঐ মেয়েকে কোলে করে যে বরিশালে হাসপাতালে নিয়ে এসেছে!অপমান করা হয় ঐ বাবাকে যে কন্যাদের বাবা হয়ে দুঃখ পায় না,মাঝ রাতে উঠে কেঁদে বুক ভাসায় এই বলে যে মেয়েদের বিয়ে হলে সে কিভাবে বেঁচে থাকবে???

শাকিব কে?এর উত্তরে আমার বলার এটুকুই যে সৌভাগ্যবান এক পুরুষ যে কয়েকশ কোটি টাকার মালিক।তার অভিনয়,নৈতিকতা,আচরন সব ই তার স্ট্যান্ডার্ড এর।এ তো সরকারী মেডিকেলে চান্স পেয়ে ট্যাক্সের টাকায় ডাক্তারী পড়া না।এ তো রিক্সাওয়ালা,গার্মেন্টস কর্মীদের বিনোদিত করে শত কোটি টাকার মালিক হওয়া।তাই মনটা রয়ে গেল কম দামী।

ক্যারিয়ার,ইগো,চরিত্রহীনতার মাঝে তোমরা শাকিব অপু নিষ্পষিত হতেই পারো।যদি তুমি বাবাই না হবে তুমি কেন ঐ সন্তানটির জন্ম দিবে?নিয়মানুযায়ী জোর করে কেউ তোমাকে জন্মদাতা বানিয়ে দেয়নি নিশ্চয়ই।।
আর অপু??মানুষকে অশিক্ষিত বলতে ভালো লাগে না।কিন্তু এত এত মুভিতে প্রধান চরিত্রে কাজ করা!এত টাকা!এত পরিচিতি!কোন কিছুই যদি তোর মেরুদন্ড টাই তৈরী করে না দিতে পারে,যদি সেই লাথি গুতা খাওয়া বঙ্গ ললনাই রয়ে যাবি,তবে আর মফস্বল থেকে ঢাকা আসা কেন?নায়িকা হলি কেন?মুখ কালা করলি কেন?চেহারা সুরত ভাল ছিল!এতদিনে এক পয়সাওয়ালা জামাই দেখে বিয়ে সাদী করতি।তিন চারটে ছেলে মেয়ে স্কুল ছাড়ি ছাড়ি করত!
কিছু অপরিকল্পিত মাংস পিন্ডের আধাঁর হলেই এদেশে সিনেমার নায়িকা হওয়া যায়।সত্যিকারের সৎ,সাহসী,নির্লোভ,আর্থিক ভাবেই শুধু না আত্মশক্তিতে আত্মনির্ভরশীল হওয়া অনেক কঠিন।

"স্বামী যদি মারে কাটে তো কি আর করা?স্বামী ই তো থাকবে!আমি অনেক খুশি যে ছেলের দায়িত্ব নিয়েছে।আমার দায়িত্ব না নিলে কি আর করা।নিলে খুশি।"

অন্যের লেখা স্ক্রীপ্ট পড়া কত্ত সহজ!ঐ নায়ক রুপী ভিলেন টার মুখোশ খুলবি ই যখন তখন আবার ঝুলিয়ে রাখা কেন?
সাত/আট বছর আগে বিয়ে হয়েছে।সাত আর আট কি এক?ডেট কই?কাবিন কই??শাকিব দায়িত্ব নেবে না।ওর ঘাড় নেবে।টাকা দিছে বলছ?শাকিব খানের টাকা আছে বলে দিছে।টাকা তো তোর ও আছে।সম্মানের ক্ষিধাটা নাই কেন??

একজন স্বনামধন্য,সলভেন্ট,সুপরিচিত এক নারী ই যদি এইভাবে পুরুষ শাসিত সমাজের ঘৃন্য শিকার হয়।বউকে মেনে না নিয়ে বাচ্চাকে মেনে নেয়া মানে শাকিব অপুর মধ্যকার অবৈধ সম্পর্কে উৎপন্ন সন্তান বলে সমাজে আব্রাহাম খানের পরিচয় করিয়ে দেয়া!
তাহলে দশ বছর পর পথে ঘাটে শাকিবের চেহারার সাথে মিল কিউট কিউট বাচ্চাদের এখান সেখানে দেখলে তাদের জন্মদাতাকে খুঁজে নিতে সময় লাগবে না।
তবে এই শিশুরা হবে জ্যান্ত পিতার পিতৃহীন সন্তান।।


_________________________________

ডা. শিরিন সাবিহা তন্বী । বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। জনপ্রিয় লেখক-কলামিস্ট । পেশাজীবী নেতা।

আপনার মতামত দিন:


খেলা এর জনপ্রিয়