Ameen Qudir

Published:
2016-11-21 01:34:37 BdST

সেলফি ভক্তদের সঙ্গে সাকিব যে আচরণ করলেন


 

তথ্যদাতা : ডা. তাসলিমা রাহাত চৌধুরী
___________________________________

 

জনপ্রিয়দের ক্ষেত্রে এমন কান্ডকারখানা প্রায়শই ঘটছে। জনপ্রিয়তার রাশ টেনে ধরা বড় মুশকিল।
বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট তারকা সাকিব আল হাসানের ক্ষেত্রেও তাই ঘটছে।
বিরাট ক্রেজ সে। যেখানেই যায় সেখানেই পাগল ভক্তদের সামলানো মুশকিল। তারা সবাই সাকিবের সঙ্গে সেলফি তুলতে পাগলপারা হয়ে যায়।
শুক্রবার তেমনই এক কান্ড ঘটেছে চট্টগ্রামের পারকি সমুদ্র সৈকতে। চিপসের বিজ্ঞাপণের শ্যুটিং চলছিল।
এসময় হাজার হাজার ভক্ত তাকে ঘিরে ধরে।
সাকিবের সঙ্গের লোকজন ভিড় সামলাতে হিমশিম।
অভিযোগ রয়েছে, ভক্তদের বাড়াবাড়িতে সাকিব ক্ষুব্ধ হন। তিনি কয়েকজনের সঙ্গে খারাপ ব্যাবহার করেন।

সাকিব আল হাসানের নিকটজন জানিয়েছেন ভিন্ন ভাষ্য। তাদের মতে, সাকিব কোন বাড়াবাড়ি করেনি। বরং ভক্তরাই চরম বাড়াবাড়ি করছিল। তারা অশোভন আচরণ করছিল। প্রিয় স্টারের সঙ্গে ছবি তুলতে সকল রকম ভব্যতা ছাড়িয়ে গিয়েছিল। এ অবস্থায় কোন সুস্থ মানুষের পক্ষে মেজাজ ধরে রাখা মুশকিলের হত। সাকিব ধৈর্য ধরের অনেকের সঙ্গে সেলফি তোলেন। কিন্তু হাজার হাজার মানষের সঙ্গে সেলফি তোলার সময় দেয়া আদৌ কি সম্ভব।


------------------------

প্রত্যক্ষদর্শীর বিবরণ
_____
প্রত্যক্ষদর্শী
মোহাম্মদ আজিজুল হকের বক্তব্য,
বাংলাদেশ ক্রিকেট দলের সে অহংকার সে। আজ শুক্রবার আসছিল পারকি সমুদ্র সৈকতে । তা শুনে বাসা থেকে তাড়াতাড়ি করে চলে গেলাম তার সাথে সেলফি তোলার জন্য আর তাকে একটু দেখার জন্য । আর সেখানে গিয়ে দেখি সে শ্যুটিং নিয়ে ব্যাস্ত । ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর তার সামনে যাওয়ার সুযোগ হল ভক্তদের । ভক্তরা যখন তার সাথে সেলফি তোলতে কাছে গেল তখন সে রাগান্বিত হয়ে ৩ টি মোবাইল কেড়ে নিয়ে পানিতে পেলে দিল । আর সে যে ৩ টি মোবাইল পানিতে পেলে দিলেন তার মধ্যে ১ টা Samsung J7 ২টা samsung A5 এবং অপরটা হল nokia..।

মনোরোগ বিশেষজ্ঞদের মত
__________________

এ বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞরা বলেন,
সেলিব্রেটির মানসিক চাপ সামলানো বেশ সমস্যার। ক্রেজ মভ সত্যি ভয়ংকর। এজন্য সেলিব্রেটিদের আলাদা মনোবল ট্রেনিং প্রয়োজন।
হিন্দি ছবির বাদশা শাহ রুখ খানও মাঝে মধ্যে ভক্তদের বাড়াবাড়িতে মেজাজ হারিয়েছেন বলে কথিত রয়েছে।
পরে তাকে ঘিরে নজিরবিহীন সুরক্ষা দিয়ে পরিস্থিতি মোকাবেলা করা হয়।
শাহ রুখ খান নিজেও নির্জন মনোপল্লীতে দিনের পর দিন সময় দিয়ে মনোবল ও ধৈর্য্যশীলতার দীক্ষা ও মনোশীলন করেন।
বাংলাদেশে মেগা সেলিব্রেটি নেই। অনেকে ইদানিং কিছু জনপ্রিয়তা পাচ্ছেন। দরকারে তাদেরও এই ধরণের মনোশীলন নেয়ার পরামর্শ দেন মনোবিদগন।


ভক্তদের নানা মত
________________


সেলিব্রেটি আচরণ নিয়ে বাড়াবাড়িতে মিডিয়ায় মন্তব্যের ঝড় বইছে।


সামছুর রহমান বলছেন,
আনোয়ারার পারকি বীচে আনন্দে সেলফি তুলতে যাওয়ায় ৩ ভক্তের মোবাইল কেড়ে নিয়ে জলে ফেলে দিয়েছে ছেলেটা। নিজেকে সে কিভাবে। সেলিব্রেটির দুনিয়া দুদিনের। পরে তাকে কুত্তা বেড়ালেও চিনবে না। ।
আমার কিছু বলার নেই। ১টি Samsung J7, ১টি samsung A5 এবং ১টি nokia..
ফেলে দিল সে।
অনেক সময় বাঙ্গালীর গালিও বেশ মিষ্টি হয়।
Sheikh Rafiq বলেন, শুধু মাএ অহংকারের জন্য তার মতো কত জমিদার পতন হয়ে রাস্তায় নামছে..অহংকার করিলে ধ্বংস হবেই .।
______________________


তথ্যদাতা :ডা. তাসলিমা রাহাত চৌধুরী
Field training & Internship at Chittagong general medical college

আপনার মতামত দিন:


খেলা এর জনপ্রিয়