Ameen Qudir

Published:
2016-12-10 16:35:06 BdST

আসুন, ডাক্তারদের সম্মান করি : আনিসুল হক


                    

 

                     

 

আনিসুল হক
___________________

আমাদের জন্ম হয় ডাক্তারের হাতে। মৃত্যুর সময়ও ডাক্তারই আমাদের নাড়ি ধরে থাকেন। ডাক্তারদের তো আমাদের লাগবেই।
আবার ডাক্তারদেরও রোগী লাগবে।
আসেন, ডাক্তারদের সম্মান করি।
সাংবাদিক পিটিয়ে আইসিইউতে পাঠানো হলে সেখানেও তো ডাক্তারই দরকার হবে। তখন তিনি তো সাংবাদিক থাকবেন না। রোগী হবেন। রোগীর অ্যাটেন্ডেন্টরাও তো মার খেয়ে মাথা ফাটালে রোগীই হয়ে যাবে। প্রহারপর্ব বন্ধ করা যায় না?
ডাক্তার ছাড়া আমাদের চলবে না।
রোগী ছাড়াও ডাক্তারদের চলবে না।
মারামারি না করলে হয় না!
ডাক্তাররা হাতে লাঠি নিয়ে মারামারি করছেন, এই দৃশ্য আমি কল্পনাও করতে পারছি না। তারা তো জীবন বাঁচাবেন, জীবনের জন্য হুমকি হবেন না।
তেমনি রোগী মারা গেলেই ভুল চিকিৎসার অভিযোগ তোলা ঠিক না।
ভুল যে হয় না, বা ঠিক সময়ে চিকিৎসা শুরু করা হয় না, এই রকম নয়। কিন্তু রোগী মারা গেলেই হাসপাতালে মারামারি শুরু করা ঠিক নয়। যেমন একসিডেন্ট হলেই রাস্তায় নেমে নির্বিচারে গাড়ি ভাংচুর ঠিক নয়।
আমরা যে কবে সভ্য হবো।

___________________________


লেখক আনিসুল হক:
পেশায় প্রকৌশলী , সাংবাদিক ; দেশের শীর্ষকবি সাহিত্যিক ।

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়