Ameen Qudir

Published:
2018-04-22 01:51:11 BdST

ডা. দোলা প্রথম প্রয়াসেই এমআরসিপি ডিগ্রি অর্জন করলেন


একটি পারিবারিক ছবিতে ডা. ইসরাত লায়লা দোলা। ছবিটি তার পিতা অধ্যাপক ডা. মুজিবুল হকের সৌজন্যে পাওয়া

 


ডা. সুরাইয়া আখতার
________________________

পাড়ার ক্রিকেটারের পরকীয়া; বসতির রানীর নায়িকা হওয়া; কিংবা ক্লাউন-কথিত অভিনেতার অসম্ভবকে সম্ভব করার কৌতুক কড়চা মিডিয়ায় মস্ত মস্ত অক্ষরে বিশাল হেডিং করে ছাপা ও প্রকাশ করা হলেও মানুষের সুকীর্তির কোন খবর মিডিয়ায় অপাংক্তেয়।

আর ডাক্তারদের খবর !! ডাক্তারদের বিরুদ্ধে কেবলই অপপ্রচার আর মিথ্যে রটনা-গুজবের ফুলঝুরিই চলে।
এসবের মাঝেও বাংলাদেশের চিকিৎসকরা অর্জন করছেন নানা সাফল্য। দেশের প্রখ্যাত চর্মরোগ ও যৌন ব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মুজিবুল হক এই চিকিৎসক সংবাদ ব্লাকআউটের মাঝে নিজেই জানালেন অনন্য এক সাফল্য সংবাদ।

এই সাফল্যে জড়িয়ে আছেন তিনিও। তাঁর মেধাবী কন্যা ডা. ইসরাত লায়লা দোলা একবারের প্রয়াসেই বৃটেনের মর্যাদাপূর্ণ চিকিৎসা ডিগ্রি এমআরসিপি অর্জন করার কৃতিত্ব দেখালেন।
ডাক্তার প্রতিদিন সম্পাদক ও টিমের পক্ষ থেকে ডা. দোলা, অধ্যাপক মুজিবুল হক পরিবারকে অভিনন্দন।
সুখবরটি আসুন এবার গর্বিত পিতা অধ্যাপক ডা. মুজিবুল হকের ভাষ্যেই শুনি।

অধ্যাপক ডা. মুজিবুল হক,গর্বিত পিতা 


Mujibul Hoque

"my daughter dola did her MRCP(uk), on just 1st attempt. it takes many wks to get the certificate, or has to go to UK on convocation ceremony, few monnths away.
accomplishment of post graduation in medicine is too difficult.
her mom and myself are happy not for her achievement , but rather seeing her relaxation after dreadful years of undescible hardship. may Allah keep her happy."

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়