Ameen Qudir

Published:
2016-12-04 21:12:35 BdST

ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসায় আকাশের তারাটি বেঁচে থাকুক


 

ডা. বি এম আতিকুজ্জামান
________________________

ক্ষনজন্মা মায়েশা আমাদের ছেড়ে চলে গেলো প্রায় এক বছর আগে।
দুরারোগ্য ব্যাধি জিতে গেলো।

আমার বোন মুকতা আর শাখাওয়াতের একমাএ সন্তান মায়েশার আত্মার মাগফেরাত কামনা করি।

মুকতা আর শাখাওয়াতকে স্বান্তনা দেবার ভাষা আমাদের নেই।

ওর বাবা মা 'মায়েশা মাহজাবিন মেমোরিয়াল ফাউন্ডেশনের' কাজ শুরু করেছে। অনেক ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য নীরবে কাজ শুরু করেছে তারা।

মায়েশা আর তার বাবা মার জন্য দোয়া করবেন।

অনেক শিশুদের ক্যান্সারের হাত থেকে বাঁচানোর যে প্রয়াস তারা নিয়েছে তা যেন সফল হয়।

মায়েশা বেঁচে থাকুক ওদের মাঝে।

_____________________________

 

লেখক ডা. বিএম আতিকুজ্জামান । আমেরিকা প্রবাসী প্রখ্যাত চিকিৎসক। সিএমসি ২৮। সুলেখক। কলামিস্ট ও গায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয়তাধন্য।

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়