Ameen Qudir

Published:
2018-03-13 02:58:13 BdST

আলজিনা তুমি কি বেঁচে আছো ! প্লিজ বলো : উই আর সেভড




সুজয়
________________

আলজিনা তুমি কি বেঁচে আছো ! প্লিজ বলো : উই আর সেভড ।

মাত্র কদিন আগে জানুয়ারিতে জন্মদিনের কেক কাটা হয়েছিল আলজিনার জন্য । আমরা সবাই খুব আনন্দ করেছিলাম। আজ সেই আনন্দর স্মৃতি বুকে নিয়ে আমরা কি কান্নার ঝর্নার মুখোমুখি। এত শোক আমরা কোথায় রাখব।
অসম্ভব মিষ্টি মেয়ে আলজিনা। আলজিনা বড়াল। কদিন আগেও ফেসবুকে বাবা গনেশ বড়ালের সঙ্গে তার অনন্য ছবি দেখেছি। সেসব ছবি কি আজ কান্না। সেসব ছবি আজ শোকের কালো বই।

কি মানবিক তুমি আলজিনা। পৃথিবীর যে কোন প্রান্তে কোন শোকের খবর দেখলে তুমি সহমর্মিতা দেখাতে। সিরিয়ার শিশু , ফিলিস্তিনি শিশুদের জন্য তোমার কি গভীর দরদ ছিল। সিরিয়ার গনহত্যার তুমি কি শক্ত প্রবাদ জানাতে। আজ কিনা আলজিনা, তোমার জন্য আমরা শোকে মোহ্যমান।
অালজিনা , তুমি কি বেঁচে আছো। তোমার জন্য , আমাদের অন্য বন্ধুদের জন্য চারুর জন্য আমরা সবাই গভীর প্রার্থনায় আছি।
মনে প্রানে বিশ্বাস করতে চাই , স্বপ্ন দেখছি, হয়তো আলজিনা বড়াল এখনই ফেসবুকে লিখে জানাবে , মাই ফ্রেন্ডস, আই এম সেভড। ওহ ভগবান। আই এম এলাইভ।
_____________

অালজিনা বড়াল ছিলেন ইউএস বাংলার শোকবাহী বিমানের যাত্রী। ছিলেন রাগিব রাবেয়া মেডিকেলের শিক্ষার্থী। তিনি কেমন আছেন , তার কোন সঠিক খবর মেলে নি। তার বন্ধু সুজয়ের লেখা ইংরাজি শোকপত্রের অনুবাদ এখানে প্রকাশ করা হল।

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়