Ameen Qudir

Published:
2016-11-30 15:17:51 BdST

১৮ বছর মানে


       

 

 

ডা. প্রভাতী দাস
____________________________


-১৮ বছর মানে ১৭ বছর থেকে প্রতীক্ষার দীর্ঘ ৩৬৫দিন।
-১৮ বছর মানে ঘর ছাড়ার ডাক।
-১৮ বছর মানে আপন আলোয় নিজেকে উন্মোচনের প্রারম্ভিক।
-১৮ বছর মানে দ্রোহ অথবা প্রেমের অভিধানে প্রকাশ্যে স্বাক্ষরের অধিকার।
-১৮ বছর মানে পৃথিবীর কাছ থেকে স্বীকৃতি আদায়ের দিন, নিজ পরিচয়ের।
-১৮ বছর মানে পাসপোর্ট বা ড্রাইভার লাইসেন্স, একলা চলার।
-১৮ বছর মানে জয়-পরাজয়, ভুল-শুদ্ধ সবটুকুকেই নিজের বলার অবাক সাহসিকতা।
অথবা
-১৮ বছর মানে, গর্ভকোঠরের সুরক্ষা-প্রাচীর দোলনার দেয়াল, ঘরের চোকাঠ বা বিদ্যালয়ের আঙিনা থেকে পৃথিবীর পরিধিতে প্রসারিত করে এঁকে দেয়া, মাতৃরেখা। তারপর প্রার্থনায় বসা, 'আমার সন্তান যেনো থাকে...।'

শুভ জন্মদিন দেবী, আজ উৎসব এবং প্রার্থনার দিন আমাদের, তুমি আজ ১৮।

 

____দেবীর সহোদরা আরেক প্রিয়মুখ ।

 

_______________________________________
লেখক প্রভাতী দাস।


প্রবাসী খ্যাতিমান চিকিৎসক।
সুলেখক।
Nephrologist
Former Post-Doctoral Fellow at Johns Hopkins University
Studies Nephrology and Hypertension at Johns Hopkins University
Studied Internal Medicine at Wayne State University
Studied Medicine at Chittagong Medical College

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়