Ameen Qudir

Published:
2016-11-30 03:42:53 BdST

ক্রিকেট-সিনে-তারকা নয়, জীবনতারকাকেও স্বীকৃতি দিন


 

 

 

ডা. নাসিমুন নাহার
_________________________


আপনারা কখনো
নিউরোসার্জন রেজাউস সাত্তার , অর্থোপেডিসিয়ান মেসবাহ ,
ডা. মীর্জা নাজিম উদ্দীন স্যারের নাম শুনেছেন ?

জানি, শুনেননি।

 

কিন্তু ঠিকই শুনেছেন বদরুল, জুদায়েদ,এরশাদ শিকদার, সাইফুল ইসলাম, এমনকি সেই পিচ্চি বেলায় শোনা অভি, মুনির-খুকু,সেঞ্চুরিয়ান মানিকের নাম আমার এখনও মনে আছে! !
কারন মিডিয়া এমনভাবে নেগেটিভ সংবাদগুলো প্রচার করে আমরা তা মুখস্থ করতে বাধ্য হই !

 

         

           অর্থোপেডিসিয়ান   মেসবাহ

 

উপরে উল্লেখিত তিনজন চিকিৎসক হচ্ছেন সেই বাংলাদেশী ডাক্তার যারা আল্লাহ্‌র অশেষ রহমতে ভয়াবহ ইনজুরড খাদিজার চিকিৎসা করে রীতিমতো মিরাকল ঘটিয়েছেন।

একই সাথে পরম শ্রদ্ধা ভরে স্মরণ করি সিলেট ওসমানী মেডিকেল কলেজের নিউরোসার্জারী টিম, অর্থোপেডিকক্স সার্জারি টিম, জেনারেল সার্জারি টিম এবং এনেসথেসিওলজি টিমের প্রতিটি সদস্যকে।সকল চিকিৎসককে।

আমি আন্তরিক ভাবে দুঃখিত যে, ঐ ইমার্জেন্সি অপারেশনের সকল সম্মানিত চিকিৎসকের নাম আমার জানা নেই।

               

               ডা. মীর্জা নাজিম উদ্দীন

 

তারপরও যাদের নাম জানতে পেরেছি স্যালুট সবাইকে । ওসমানীতে যখন অপারেশন হয় তখন এনেস্থিসিয়ায় ছিল ডা.ফরহাদ এবং ডা. সোহেল। নিউরোসার্জন ছিলেন ডা. তৌফিক স্যার, ডা. শরীফ, ডা. সুমন, অর্থপেডিকক্স টিম ছিল(ডা.লতিফ) , সার্জারি টিমের নাম জানতে পারিনি।

এই টীম তাদের প্রায় ৫ ঘন্টা দীর্ঘ প্রথম ধাপের সফল অপারেশনের পর ICU ambulance মাধ্যমে উন্নত চিকিৎসার জন্যে খাদিজাকে ঢাকা পাঠিয়েছিলেন।

 

       

        নিউরোসার্জন রেজাউস সাত্তার

 

 

আমি অত্যন্ত গর্বিত যে ঐ অসাধারণ টীমের একজন সদস্য ডাক্তার এ. জেড. এম. ফরহাদ আমার নিজের মেডিকেলে কলেজের।
আমাদের CBMCB এর গর্ব।
সশ্রদ্ধ সালাম ভাই তোমাদেরকে।তোমাদের কাজের মূল্যায়ন নিশ্চয়ই একদিন হবে।

দুঃখজনক এবং লজ্জাজনক ব্যাপার হলো-- রোগী না মরলে ডাক্তাররা কখনো খবর হন না এই দেশে ।
______________________________


লেখক ডা. নাসিমুন নাহার জনপ্রিয় কলামিস্ট। লেখক। লোকদরদী ডাক্তার।
ডাক্তার প্রতিদিনে নিয়মিত লেখেন।

আপনার মতামত দিন:


প্রিয় মুখ এর জনপ্রিয়