Ameen Qudir

Published:
2017-01-28 14:54:42 BdST

স্যার, ওষুধ তো কোথাও পাচ্ছি না : কী দিলেন এইটা ?


 

ডা. মোঃ বেলায়েত হোসেন ঢালী
____________________________

হ্যালো,ডা. ঢালী বলছেন?
জ্বি,বলছি।
আমি একটু আগে লুবানা নামে একটি বাচ্চাকে দেখিয়ে আসলাম।আপনি Syp.Cefuroxime Axetil লিখেছেন,কিন্তু এই ঔষধ কোথাও পাচ্ছি না।
আরও খুঁজুন,পেয়ে যাবেন।
একটু পর, আবার ফোন এল-
স্যার, Syp.Acetaminophen কী?
জেনে নেন।
আবার,রাত ১২টায়
ভাইয়া,Syp.Chlorpheniramine Maleate কী?
ফার্মাসিস্ট বলে দেবে।
পরের দিন,সকাল ৬টায়-
স্যার, Syp.Levosalbutamol কী?
কষ্ট করে জেনে নেন।
আবার, সকাল ৭টায়
স্যার, Tab.Dicycloverine কোন কোম্পানির?
কারও কাছ থেকে জেনে নিন।

এভাবে একটার পর একটা ফোন আসতেই থাকল...
তারপর মোবাইল বন্ধ..........

দুইদিন পর রোগী চেম্বারে এসে হাজির।
দুই ঘন্টা চেম্বারে বসে থেকে আমার রুমে ঢুকল,
তারপর বলতে থাকল-
স্যার,আমার ছেলেকে জন্মের পর থেকে আপনাকে দেখাই।এতদিন (ছয় বছর) আপনার প্রেসক্রিপশন আমাদের এবং ঔষধ দোকানদার পড়তে কোন অসুবিধা হয় নাই।দোকানদার বলছে আমি আমার জীবনেও এই ঔধরের নাম শুনিনাই।স্যার হঠাৎ করে এমন উল্টা পাল্টা ঔষধ লেখা শুরু করল কেন? স্যারের কী কোন সমস্যা হইছে?
আমি নির্বাক!
আমার বলার কিছু নাই।
শুধু বললাম,বিজ্ঞ আদালতের রায় মেনে চলছি।
অভিভাবক বলল,স্যার আমার বলার কিছু নাই।
তবে অনুরোধ আপনি আর একটি প্রেসক্রিপশন আগেরমত লিখে দেন.......

এখন আমি কী করি?
কী করি??
কী করি??

এটি একটি কাল্পনিক গল্প মাত্র।কোনও রোগী এবং অভিভাবককে হয়রানি করা চিকিৎসকদের উদ্দেশ্য নয়।আমরা সর্বদা চেষ্টা করি চিকিৎসক হিসেবে রোগীদেরকে সর্ব্বোচ্চ সেবা প্রদান করতে।আর এটাই আমাদের পেশা।আদালতের নির্দেশনা বাস্তবায়িত হলে যতটা না চিকিৎসকদের কষ্ট হবে তার চেয়েও বেশি কষ্ট হবে রোগী এবং অভিভাবকদের।শুধু কষ্টই নয় বরং হয়রানির শিকার হবেন এবং ক্ষেত্র বিশেষে প্রতারিতও হবেন।সেটা বুঝানোর জন্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস।আশা করি বিষয়টি সবাই উপলব্ধি করবেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদ্ক্ষেপ গ্রহন করবেন।
সবাইকে ধন্যবাদ।
সবাই ভাল থাকুন এবং সুস্হ্য থাকুন।
সুন্দর আগামীর প্রত্যাশা।
__________________________________


ডা. মোঃ বেলায়েত হোসেন ঢালী
শিশুরোগ বিশেষজ্ঞ
শেভরন ক্লিনিকাল ল্যাব
পাঁচলাইশ, চট্রগ্রাম।

আপনার মতামত দিন:


প্রেসক্রিপশন এর জনপ্রিয়