Ameen Qudir

Published:
2017-01-13 16:24:00 BdST

এবার নিরীহ রোগীদের হাবিজাবি বুঝিয়ে পাগল করবে ওরা


 

ডা. তরফদার জুয়েল
______________________________

ইনফেকশনে মরণাপন্ন রোগির জন্য একটি আশীর্বাদ, একটি জীবনরক্ষাকারি এন্টিবায়োটিক। বিভিন্ন ওষুধ কোম্পানি বিভিন্ন নামে বাজারে এনেছে। প্রত্যেক কোম্পানির প্রতিনিধি এসে তাদের শ্রেষ্ঠত্বের কাহিনী শোনায়-

- স্যার, আমাদের কোম্পানি এই ওষুধ বাজারজাত করার ক্ষেত্রে পাইওনিয়ার, আমাদের প্রযুক্তি জার্মানি থেকে আগত, বিদেশি প্রযুক্তি তাই দামও বেশি, ১ গ্রাম এর দাম ২৫০ টাকা,

- স্যার, আমাদের ওষুধের কাঁচামাল বিদেশি, তাই দাম একটু বেশি, ১ গ্রাম ৩৫০ টাকা,

- স্যার, আমাদের ওষুধ প্রস্তুতিতে হিং টিং ছট প্রযুক্তি ব্যবহার করা হয়। ফলে এই ওষুধ যে কোন আবহাওয়ায় ভাল থাকে, নষ্ট হয় না। আবার দামও নাগালের মধ্যে, ১ গ্রাম মাত্র ১৫০ টাকা।

- স্যার, আমাদের ওষুধের কোয়ালিটি নিয়ে কোন প্রশ্ন নাই। আমরা এদেশকে ভালবাসি, এদেশের মানুষকে ভালবাসি। তাই এদেশের মানুষ যাতে কম খরচে ওষুধ খেতে পারে, সেজন্য আমরা এই ওষুধের দাম কম রেখেছি, ১ গ্রাম মাত্র ৭০ টাকা।

একই এন্টিবায়োটিকের একই পরিমাণের দাম কেন কোম্পানি ভেদে আলাদা এই নিয়ে কারো কোন মাথা ব্যথা নাই।

অধিকাংশ কোম্পানির ১ গ্রাম সেফট্রায়াক্সনের প্যাকেটে মূল্য লেখা ১৯০ টাকা কিন্তু কাষ্টমার বুঝে ও কোম্পানি ভেদে দাম ৭০ টাকা থেকে শুরু করে ১৯০ টাকা হয়। এইটা নিয়েও কারো মাথা ব্যথা নাই।

ফাইভ পাশ করা পাবলিক কেন টিনের চালার তলায় ফার্মেসি দিয়েছে? ইচ্ছামত জনগণকে ওষুধ খাওয়াচ্ছে, এই নিয়েও মাথা ব্যথা নাই।

দেশের ওষুধ কোম্পানিগুলার মান নিয়ে কারো মাথা ব্যথা নাই।

মাথা ব্যথা কী নিয়ে?
ডাক্তার ওষুধের ট্রেড নেম কেন লিখবে, এইটা নিয়ে।

অবশ্য একদিক থেকে খুব ভাল।
আগে ওষুধ কোম্পানির লোকগুলো হাবিজাবি কথা বলে শিক্ষিত ডাক্তারকে কনফিউজড করে ফেলত আর এখন অশিক্ষিত রোগিকে হাবিজাবি বুঝিয়ে পাগল করে ফেলবে।

__________________________________

লেখক ডা. তরফদার জুয়েল । সুলেখক।
Honorary Medical Officer at Dhaka Medical College & Hospital
Studies Surgery at Bangladesh College of Physicians and surgeons
Studied MBBS. at Rajshahi Medical College

আপনার মতামত দিন:


ফার্মাসিউটিক্যালস এর জনপ্রিয়