Ameen Qudir

Published:
2016-12-22 21:16:16 BdST

এক গানেই মাত করে দিলেন বাপ্পা সরকার


 


 

 

_______________________________________________________________________

আহির ফা হিয়ান বুবকা
________________

বাপ্পা মজুমদারের গান অনেক আমরা শুনেছি। কিন্তু বাপ্পা সরকার !! শুনেছেন কি কখনও তার গান বা সুরের কম্পোজিশন।

প্লিজ, নামটা মাথায় টুকে রাখুন। ঠকবেন না। বাপ্পা তো গানের জগতে এসেই গেছেন। মহাসমারোহে।
এক গানেই জয় করে নিয়েছেন লাখো সঙ্গীতানুরাগীর হৃদয়। এলাম দেখলাম, জয় করলাম। অনেকটাই তাই।
সঙ্গীত ছিল তার রক্তে। সুরের ঝরনা ধারা স্নাত এই তরুণ পেশায় ফার্মাসিউটিক্যালস কর্মকর্তা। কাজ করেন বীকন ফার্মাতে।

কাজের নেশায় ছুটছেন সকালসন্ধ্যা। কিন্তু সুরের বন্ধন কেমন করে মোচন করবেন।

সুর তো প্রাণের।

সুর যে হৃদয়ের।

বীকন ফার্মার বার্ষিক উৎসব আয়োজনের মাঝেই আইডিয়া এলো। উৎসবের একটা থিম সং চাই। কে গাইবে , কে গাইবে!
কাকে দিয়ে গাওয়ানো যায়।


কিন্তু খোদ প্রতিষ্ঠানেই হীরের টুকরো থাকতে বাইরে কারও ধর্ণার কি দরকার।

বাপ্পা এবং সঙ্গীরাই সুরে সুরে বেধে ফেললেন গানটা।

একটাই আকাশ আমাদের , একটা নাটাই --
অপূর্ব গান। শুনেই দেখুন। একবার। খারাপ লাগলে দায় নেব আমি।

ভোকাল , টিউন : বাপ্পা সরকার। লিরিক :কানিজ ফারহানা সূধা। মিউজিক এরেঞ্জমেন্ট : অাহনাব জোয়ারদার।

________________________________

 

লেখক আহির ফা হিয়ান বুবকা
নির্বাহী সম্পাদক , ডাক্তার প্রতিদিন


এবার শোনা যাক বাপ্পার গান _______________ক্লিক করুন না একবার। 

আপনার মতামত দিন:


ফার্মাসিউটিক্যালস এর জনপ্রিয়