Ameen Qudir

Published:
2018-12-11 06:50:16 BdST

হেপাটাইটিস সি'র ওষুধ : উন্নত বিশ্বে দাম ৮৪ হাজার টাকা,বাংলাদেশে ১০০০ টাকারও কম




ডাঃ সাঈদ সুজন
___________________________

"হেপাটাইটিস সি" এর চিকিৎসা করতে আমেরিকা ও ইংল্যান্ডের প্রায় ৮৪ হাজার মার্কিন ডলার বা টাকায় প্রায় ৭০ লাখ টাকা লাগে । কারন সোফসবুভির কম্বিনেশন মেডিসিন এর একটা ট্যাবলেটের এর দাম প্রায় ১ হাজার ডলার বা প্রায় ৮৫ হাজার টাকা । কিন্তু বাংলাদেশে তৈরী একই মেডিসিনের দাম মাত্র ১ হাজার টাকা বা তার চেয়েও কম ।। তাই ইংল্যান্ড আমেরিকার অনেকেই বাংলাদেশ থেকে কুরিয়ার দিয়ে হেপাটাইটিস সি এর মেডিসিন কিনে নেন দাম কম বলে। মাত্র একটা মেডিসিনের টাকায় পুরো ৮৪টা ট্যাবলেট পেয়ে যান ।। আমাদের দেশের মেডিসিনের কার্যকারীতা যে ভালো এবং হেপাটাইটিস সি নির্মূলে খুব ভালো কাজ করে সেটা নিয়ে বিবিসিতেও রিপোর্ট প্রচারিত হয়েছে (link- https://www.youtube.com/watch?v=83rJbo_UTSQ)

সবচেয়ে বড় সুখবর হচ্ছে- এতো দামী মেডিসিনও এখন সরকারী ভাবে হেপাটাইটিস সি রোগীদের বিনামূল্যে দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার ।।

ধন্যবাদ হেপাটোলজি বিভাগ বিএসএমএমইউ , ধন্যবাদ ডিজি হেলথকে, ধন্যবাদ বাংলাদেশ সরকারকে ।।
_________________________

ডাঃ সাঈদ সুজন । সুলেখক।

আপনার মতামত দিন:


ফার্মাসিউটিক্যালস এর জনপ্রিয়