Ameen Qudir

Published:
2017-01-31 17:16:18 BdST

খুলিবিহীন মস্তিষ্কের চেয়ে মস্তিষ্কবিহীন খুলি বিপদজনক!



ডা. তানভীর আহমেদ
________________________

প্রিয় সাংবাদিক ভায়েরা,

আপনারা দেশের সবচেয়ে মেধাবী আর সৃজনশীল মানুষ।

কিন্তু কি আশ্চর্য আজকাল, কম মেধাবী, সৃজনসশীলতা যাদের নেই বা কম( যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার), তারা আপনাদের করা রিপোর্ট যুক্তি তথ্য প্রমানসহ ভুল প্রমান করে দিচ্ছে!! কি আশ্চর্য!!
.
.
.
আসলে কি করা। বাস্তবতা আমাদের মানতে হবে রে ভাই। সাংবাদিক হইতে কি যোগ্যতা কমপক্ষে লাগবে এটার কোন সুনির্দিষ্ট মাপকাঠি নাই। কে যে কখন আচমকা "ভুইফোড় ডট কম" এর সাংবাদিক হয়ে যাচ্ছে বোঝা মুশকিল ।

আপনারা যেইসব সংবাদপত্রকে মানসম্পন্ন বলেন, তারাও আজকাল অনলাইন সফট চটি ছাড়ে। প্রমান চাইবেন না নিশ্চই?

সে যাই হোক, আপনাদের মত মেধাবী মানুষদের রিপোর্ট যখন ভুল ধরে সাধারনেরা তখন আমাদের ও লজ্জা হয়।

.কিন্তু কি আর করা। আপনি হয়তো পড়েছেন বাংলায় অনার্স। আর আপনাকে রবীন্দ্রনাথ নিয়ে না লিখতে দিয়ে, দিয়েছে, "মাথা আছে, খুলি নাই, হিসাব নেব পাই পাই" এই নিয়ে লিখতে।

মহা মুশকিল!! ভয় পাইয়েন না।

গুগল মামা আছে না। আল্লার ওয়াস্তে নিজের সম্মান রক্ষার্থে, প্রফেশনের সম্মান রক্ষার্থে, গুগল সার্চ দেন। দেখেন, এটা কি আসলেই সঠিক না ভুল? এটা কি হতে পারে? এমন কি উন্নত বিশ্বে হয়?

.
.
একটু গুগল সার্চ দেন ভাই। পড়ালেখা না করেন, পাচ মিনিট গুগল করেন ভাই। নাইল তথ্য প্রযুক্তির এই যুগে পিঠ বাচানো মুশকিল।
.
.
.
আর জানেন তো,
খুলিবিহীন মস্তিষ্কের চেয়ে, মস্তিষ্কবিহীন খুলি বিপদজনক!

বিদ্র- খুলি ইস্যুতে সাংবাদিকদের ওপেন লাইভ বিতর্কে চ্যালেঞ্জ। আছেন নাকি আমাদের বাংলা ট্রিবিউনের ভাইসাহেব?

_________________________

লেখক ডা. তানভীর আহমেদ
জনপ্রিয় কলামিস্ট। নিয়মিত লেখেন ডাক্তার প্রতিদিনে।

আপনার মতামত দিন:


নতুন ওষুধ এর জনপ্রিয়