Ameen Qudir

Published:
2017-01-30 18:33:16 BdST

মায়ের পা ধোয়ার উৎসব


 


আসাদুজ্জামান সম্রাট
________________________


মায়ের পদতলে সন্তানের বেহেস্ত। কিন্তু আমাদের সমাজে ক’জন ব্যক্তি তাদের মা-বাবা’র প্রতি খেয়াল রাখেন, যথাযথ দায়িত্ব পালন করে থাকেন? বলা বাহুল্য যে, এদেশে প্রতিনিয়ত বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু পুবের দেশ ইন্দোনেশিয়ায় একটিও বৃদ্ধাশ্রম নেই। এর মূল কারণ হচ্ছে, স্কুল পর্যায় থেকেই ছেলে-মেয়েদের বাবা-মায়ের প্রতি দায়িত্ব-কর্তব্য সম্পর্কে শিক্ষা দেয়া হয়।

প্রতিটি স্কুলেই বছরে একবার বাবা-মা’কে আমন্ত্রণ জানানো হয়। সেখানে প্রতিটি ছাত্র-ছাত্রীকে তাদের নিজের ওয়াটারপটে পানি এনে বাবা-মায়ের পা পরিস্কার করানো হয়। এসব অনুষ্ঠান যতটা না উৎসব তার চেয়ে বেশি আবেগগন পরিবেশের সৃষ্টি হয়। বাবা-মায়ের প্রতি অন্যরকম একটা বন্ডিং সৃষ্টি হয়। অথচ যে বাবা-মা আমাদের পৃথিবীতে এনেছেন বড়ো হয়ে তাদের প্রতি আমরা কতো নিষ্ঠুর আচরণই না করি। আমাদের দেশে এমন শিক্ষা শুরু করা উচিত। স্কুলগুলো এ বিষয়ে ভাবতে পারেন, ভাবতে পারেন সরকার বাহাদুরও।

___________________________

আসাদুজ্জামান সম্রাট । পেশায় সাংবাদিক।

আপনার মতামত দিন:


মন জানে এর জনপ্রিয়