Ameen Qudir

Published:
2017-02-24 17:56:08 BdST

সন্তান বেকার থাকবে, তবু ফ্যামিলির কাউকে ডাক্তারি পড়াব না




ডা. নাসিমুন নাহার
_____________________________

প্রয়োজনে আমার সন্তান বেকার থাকবে তবুও এই দেশে মেডিকেল কলেজে পড়াব না, কিছুতেই না ।

সম্মান এবং অধিকার আদায় করার, আন্দোলন করার বহু সুযোগ এসেছে আমাদের।কিন্তু মেরুদন্ডহীন আমরা কিছুই করতে পারিনি।

এক মতেই তো পৌঁছতে পারিনা আমরা।আজব কমিউনিটি আমরা।নিজেরাই নিজেদের মধ্যে কামড়াকামড়ি করি।এর বাইরে সবাই লজ্জাবতী গাছ,ভদ্রলোকের চুড়ান্ত অবতার আমরা এক একজন।মাইর খেতে খেতে মরে যাব তবুও কর্মবিরতিতে যাব না--- what a dedication!

 

সবার প্রতি যথাযোগ্য সম্মান জানিয়ে বলছি , মেডিকেল কলেজ গুলোতে সিনিয়ররা জুনিয়রদের সাথে যেই হম্বিতম্বিটা করেন তার এক পার্সেন্টও যদি সমগ্র চিকিৎসক সমাজের হয়ে রাষ্ট্রের কাছে করতেন তাহলেও কিছু পরিবর্তন হতো।


আমরা পারি শুধু নিজেদের সাথেই।তার বাইরে আমাদের দৌড় জানে সবাই ! তাই তো ইচ্ছামতো অপমান করেই যাচ্ছে আর গন্ডারের চামড়া আমরা মহামানব মহামানবী হবার প্রফ পাশ দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত !



এটাই সত্য--কিছু পরিবর্তন হবে না।এভাবেই চলতে থাকবে অন্তত আমাদের জীবন দশায়, বুঝে গেছি।

ফ্যামিলির আর কাউকে কিছুতেই এই দেশে ডাক্তারী পড়তে দিব না, প্রয়োজনে পারিবারিক কলহে লিপ্ত হব enough is enough ---সিদ্ধান্ত নিয়েই ফেললাম।

__________________________________

লেখক ডা. নাসিমুন নাহার । দেশের জনপ্রিয় কলাম লেখক।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়