Ameen Qudir

Published:
2017-02-17 01:08:36 BdST

আমি বন্দী ডাক্তার




ডা. রাকিব উদ্দিন
_______________________


আমি ডাক্তার,বাংলাদেশের ডাক্তার
আমি ডাক্তার,মা-বাবার স্বপ্ন পুরণের হাতিয়ার।

তুমি কি বুঝো হে বাঙালী কত বসন্ত রংহীন ছিল
কত জোৎস্না,কত পূর্ণিমা আমার নির্ঘুম কেটেছিল??
তুমি যখন যৌবনটাকে তোমার মত কাটিয়েছিলে
আমি তখন যুদ্ধে নেমেছি ডাক্তার হব বলে।

আমি এখন মানুষের জন্য মানুষ বলে স্বপ্নের ঝাল বুনি
আর তুমি বল কসাই,লোভী,আমি অবাক হয়ে শুনি।


তুমি তখন শ্রদ্ধার সুরে ডাকতে আমায় ডাক্তার মশাই
তুমি এখন নির্দ্বিধায় কথায় কথায় বল আমায় কসাই।

 

রুটি রুজির আশায় আমি যখন দু পয়সা করি দাবি
তুমি তখন বিবেচনাহীনভাবে আমায় ডাক লোভী।
আমার কাছে এসে তুমি দেখাও কত অসহায়
সেই তুমিই আবার দাঁড় করাও আমায় কাঁঠগড়ায়।

 

মানবতার স্বপ্ন বুনে এসেছি তোমার আঙিনায়
সুসময়ের বন্ধু হয়ে করেছ আমায় বন্দী অসহায়।
আমিও মানুষ তোমারই মত যেওনা তুৃমি ভূলে
শত যাতনা ভূলে আমিও একদিন দাঁড়াব মাথা তুলে।

আমি আজ বন্দী হয়েছি তোমাদেরই মনগড়া শিঁকলে
নির্যাতিত,নিগৃহিত হয়ে আছি শোষনের জাঁতাকলে।


ঘুরে দাঁড়ানোর এখনই সময় পিঠ ঠেকেছে দেয়ালে
ভেঙে যাবেনা স্বপ্ন আমার গড়েছি যা তিলে তিলে।

_____________________________

 

ডা. রাকিব উদ্দিন


Former Studying at BGC Trust Medical College

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়