Ameen Qudir

Published:
2017-02-12 22:26:20 BdST

বিভ্রান্তির বেড়াজালে চিকিৎসা পেশা : অধ্যাপক ডা নোমান চৌধুরী


____________________________

অধ্যাপক ডা নোমান চৌধুরী স্বনামেই পরিচিত। সাম্প্রতিক কালে তার বেশ কিছু সরস মন্তব্য সোশ্যাল মিডিয়ার পাঠকদের মাঝে আলোচনা, জনপ্রিয়তা ও পাঠপ্রিয়তার ঝড় তুলেছে।

এখানে নোমান স্যারের কিছু আলোচিত মন্তব্য পেশ করা হল ডাক্তার প্রতিদিনের পাঠকদের জন্য। এসব মন্তব্যে ডাক্তার সমাজের অসহায়ত্ব , সাংগঠনিক দূর্বলতা , ক্ষোভ কষ্ট অনবদ্যভাবে প্রকাশ পেয়েছে। তার শ্লেষাত্মক তীব্র ভাষা ঘুম ভাঙাবে আশা করা যায়।

____________________

"গোপাল" সম্বোধন করাতেই উপস্থাপকের বিরুদ্ধে মামলা ---
আর এত শত শত "মাইর" খেয়েও ডাক্তাররা চুপ--

** এ জন্যই বলছিলাম অন্যসব পেশার মানুষের সাথে নিজেদের তুলনা করাটা ডাক্তার দের বে-মানান।


## জাহাজের সঙ্গে ডিঙি বেধে লাভ নেই। এতে ডিঙি র দৈন্যতাই প্রকাশ পায়।!

ভাই জাহাজের লগে ডিঙি র তুলনা করতে যান কেন? --- কোথায় সচিব আর কোথায় ডাক্তর ?? হা হা।।.

____________
পাব্লিক পরিক্ষার প্রশ্নপত্র ফাস রোধ করতে না পারার জন্য সশ্লিট কর্মকর্তা দের পাব্লিক " মাইর" দেয় না কেন ??
তারপরও কি এগুলি বিসিএস (প্রশাসন), শিক্ষা(প্রশাসন) -!এর কর্মকর্তা দের "গুরুতর অবহেলা'- জনিত "ফোজদারি" অপরাধে পড়েনা??
ফি- বছর "পাব্লিক পরিক্ষা" র প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এমনকি PSC-র BCS - পরিক্ষার প্রশ্নও ফাস হচ্ছে অহরহ। Psc-র সচিব রা কিন্তু প্রশাসন ক্যাডার থেকেই হয়ে থাকে। এরাই মুল হর্তা কর্তা থাকে। --- এদের এই অবহেলা জনিত কারণে "প্রশ্ন ফাঁস" রোধ করতে না পারার জন্য এই গোত্রভুক্তদের বিরুদ্ধে এই সমাজ কোন প্রতিবাদ বা প্রশাসনের কাউকে মাইর-ধইর করতে দেখি না ত ??


খালি ডাক্তারদের একটা রোগী দেখতে ৫-১০ মিনিট দেরী হলেই-- শুরু হয় " ধর ডাক্তারকে , পেটাও ডা:কে--- ভাংগ হাসপাতাল!! "
বলি প্রশ্ন ফাঁস কারী প্রশাসনের লোকজন কি পাব্লিকের খালু লাগে? তখন ঠ্যাংয়ের জোর কই থাকে আপনাদের ---নাকি সেখানে কিছু করতে গেলে জেলে ঢুকার ভয় আছে ?

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়