Ameen Qudir

Published:
2017-02-11 15:18:16 BdST

ডাক্তারবিরোধী ডিসির স্ট্যাটাসে এক ডাক্তারের সমুচিত উত্তর


 



ডা. শিরীন সাবিহা তন্বী
________________________________

এক ডিসি সাহেব ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।


ডিসির স্ট্যাটাসে অামার উত্তর ।


এই স্ট্যাটাস দিয়ে
তিনি মেধাবী ডাক্তারদের মনে অনেক প্রশ্ন ও জন্ম দিলেন।
এক - আকস্মিক হাসপাতাল পরিদর্শন কেন করলেন?


দুই - ডাক্তার কিডনীর অপারেশন করে ভেতরে টিউব রেখে সচল রেখে তিন মাস পর অপসারন করলে,আপনাদের অঙ্গুলিতে নাচে যে মিডিয়া - তারা কিডনী চুরী বানায়।

আপনার এই ছবি প্রকাশের রাইট আছে প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে?
UHFPO ঢাকায় আছেন।এত নোংরা ইঙ্গিত পূর্ন ভাবে বলার কি আছে?ওনার কি ঢাকা যাওয়া মানা??


ঢাকা হিল্লী দিল্লী কেবল জনপ্রশাসন যাবে?ডাক্তার ইঞ্জিনিয়ার কৃষিবিদদের জন্য আসা ট্রেনিং চুরি করে জনপ্রশাসন ট্রেনিং করে।ডাক্তররা সাময় মত প্রমোশন পায় না।বছরের পর বছর এক পোষ্ট জব করতে হয়।পে স্কেলে তাদের সাথে চরম বৈরীতা হয়েছে।জানেন এগুলো।এত অফিস থাকতে মজা লুটতে হাসপাতালে যান।


টয়লেট এ আলো মেধাবী ডাক্তার জ্বালবে?
দায়িত্ব রত চিকিৎসকের গায়ে এপ্রন আছে কিনা তা দেখার আপনি কে?

ঐ ডাক্তারকে তার কর্মঘন্টার বাইরে কতঘন্টা কাজ করতে হয় জানেন?
হারবাল সহকারীকে মেধাবী ডাক্তার নিয়োগ দিছে?
উনি প্রাথমিক চিকিৎসা দিবেন না,উনি হাসপাতালে বসে ঘাস খাবেন?


ডাক্তার বাড়ী থেকে রুগীর লোকদের ডেকে এনেছে যে,আস হাসপাতালে হাট বসাও।আমরা হাটে বসে ডিউটি করি।
রোগীর বিছানা কি ডাক্তাররা ব্যবহার উপযোগী করবে না বাড়ী থেকে ডাক্তারদের বউরা এসে করবে।।


এই সকল অযাচিত হস্তক্ষেপ এবং মেধাবী চিকিৎসকদের পিছনে লাগা বন্ধ করুন।
জনপ্রশাসন এখন অবসর নিয়ে জনপ্রতিনিধি হবার স্বপ্নে এসব করে বেড়াচ্ছেন।যদি সরকারের ভাল চান।এই সকল অব্যবস্থা আর ঐ পরিবেশে কাজ করতে মেধাবী ডাক্তারদের কষ্ট।দেশের মেধাবীদের এই অত্যাচার করলে এই দেশে মেধাবী থাকবে না।সেই মর্মে ব্যবস্থা নিন।
দেশের উপকার করুন।ডাক্তারদের বিরুদ্ধে জনগন ক্ষেপিয়ে তুলবেন না।

_____________________________

 

ডা. শিরিন সাবিহা তন্বী । দেশের জনপ্রিয় কলামিস্ট। প্রতিভাবান কথাশিল্পী। মেডিকেল অফিসার, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়