Ameen Qudir

Published:
2017-02-09 16:22:52 BdST

প্রকল্পের ডাক্তারদের কষ্টকথা :পিএসসি তাহমিদা বললেন, আর সরকারী চাকুরি দরকার কি?




ডা. রনদা প্রসাদ রায়
___________________________

আমি কেন বিভিন্ন হাসপাতালে চাকুরীর জন্য দরখাস্ত করে যাচ্ছি।
২২তম বিসিএস এ শেষ পর্যন্ত গিয়ে বাদ পড়ে যাই ।

এরপর পাবনা মানসিক হাসপাতাল প্রকল্পে একমাত্র মেডিকেল অফিসার পদে যোগদান করি ২০০৩ সালের ৩০ ডিসেম্বর।

ফিরোজ স্যার কেন জানি আমাকে নিয়ে নেন কোনরকম লবিং ছাড়া।

এরপর শুরু হলো কষ্টের জীবন।

পাবনাতে চাকুরীরত অবস্থায় ২৪ বিসিএস এ ২০০৫ সালে ভাইভাতে পিএসসি চেয়ারম্যান তাহমিদা বলেন একটা সরকারী চাকুরী করে আর দরকার কি?


এরপর বাবার মৃত্যু, অনেক কষ্টে ২০১১ সালে উচ্চতর ডিগ্রি অর্জন করে এ পর্যন্ত চাকুরী করে যাচ্ছি।

আমার সাথে যারা পাশ করেছে সবাই সহকারী অধ্যাপক, আমার পরে পাশ করেও সহযোগী অধ্যাপক হয়ে গেছে।

২০০৮ সালের নভেম্বরে ২৭ বিসিএস এর পোলাপানও সহকারী অধ্যাপক। এ লজ্জা রাখি কোথায়।

বিগত ও বর্তমান আমলাদের মাথাব্যথা প্রকল্প নিয়ে, এরা নমশূদ্র।

অথচ বহু প্রকল্পের চিকিৎসক অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, পরিচালক হয়ে বসে আছে। তখন আমলারা কোথায় ছিল।


আমরা হাতে গোনা শ’খানেক দিন রাত নেতাহোতা দের পিছনে ঘুরে বেড়াচ্ছি।এই অবস্থার জন্য দায়ী কে?

____________________________
ডা. রনদা প্রসাদ রায়
Resident Surgeon (Radiation Oncology ) at National Institute of Cancer Research and Hospital (NICRH)

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়