Ameen Qudir

Published:
2017-01-17 18:05:37 BdST

উকিল ফি ১-২ লাখ টাকা : ১৩ অফিসে ঘুষ : সেসব কি মানুষের সাধ্যের মধ্যে ?


 

অধ্যাপক ডা. নোমান চৌধুরী

________________________


* উকিলরা যে ফিস নেন তা কি সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে ?

* আমলারা যে বখশিস নেন তা কি মানুষের সাধ্যের মধ্যে ?

* পুলিশরা যে পরিমাণ ঘুষ নেয় তা কি কোন মানুষের ক্ষমতার মধ্যে ?

* রাজউকের কর্মকর্তারা যে পরিমান ঘুষ দাবী করে তা কি কোন সাধারণ মানুষ বহন করার ক্ষমতা রাখে ?

* ভুমি অফিসের কর্মকর্তা রা যে ঘুষ দাবী করে তা কি মানুষের ক্ষমতার মধ্যে ?


* জমির দলিল রেজিষ্ট্রি করতে যে পরিমান ঘুষ SRO- কে দিতে হয় তা কি কোন সাধারন মানুষের ক্ষমতায় কুলায় ?

* BRTA -- এর কর্মকর্তাগণ যে ঘুষ নেন তা কি মানুষের সাধ্যের মধ্যে ?

* কর-অফিসের লোকেরা যে পরিমান ঘুষ দাবী করেন তা কি মানুষের ক্ষমতার মধ্যে পড়ে ?
* পাস-পোর্ট অফিসের কর্মকর্তারা যে ঘুষ নেন তা কি মানুষের সাধ্যের ভিতর ?

## ১ জন " চিকিৎসক "- কে "উকিলে"র কাছে যেতে হলে ১-২লাখ টাকা দিতে হয়।

## ১জন চিকিৎসককে "হয়রানীনীমুলক বদলী" ঠেকানোর জন্য "আমলা" কে অযাচিত টাকা দিতে হয়।
## চিকিৎসক কে পুলিশের কাছে কোন কাজে গেলে বেশী ঘুষ দিতে হয়, যেহেতু সে ডাক্তার !

## চিকিৎসক কে জমি রেজিষ্ট্রির জন্য SRO- র কাছে ধর্ণা দিতে হয় এবং মোটা অংকের হাদীয়া দিয়ে দলিল রেজিষ্ট্রি করতে হয়!

## বাড়ী করার জন্য রাজউক-এর অনুমোদন নিতে মোটা অংকের সেলামী দিতে হয়।

## গাড়ীর কাগজপত্র Update করতে গেলে ঘুষ দিতে হয়, কারন সে চিকিৎসক !
## পাস-পোর্ট করতে গেলে যখন দেখে সে চিকিৎসক, তখনই নানা বাহানায় তার কাছ থেকে ঘুষ নেয়া হয়।

## ভুমি অফিসে জমি/ফ্লাট এর মিউটেশন+ খাজনা দিতে গেলে চিকিৎসক কে ঘুষ দেয়ার পরও নিস্তার নেই।
## কর অফিসে গেলে চিকিৎসকদের গায়ের চামড়া খুলে নেয়ার উপক্রম হয়।

বি:দ্র: ----- এখন বলুন ত এইসব "খাত" গুলিতে যে অতিরিক্ত টাকা ১জন চিকিৎসক কে দিতে হয় তা আসবে কোথা থেকে ?

*** উত্তর :-- অবশ্যই রোগীদের কছ থেকে বর্ধিত হারে " ফি" নিতে হবে চিকিৎসকদেরকে !!
.....আর সেটা কমপক্ষে ১০০০/ আর উর্ধ্বে ১০০০০/ হওয়া উচিত +-- ক্ষেত্রভেদে !!


____________________________

লেখক অধ্যাপক ডা. নোমান চৌধুরী
PROFESSOR of RADIOLOGY & IMAGING at Dhaka Medical College, Dhaka
Studied CT & MRI of Brain Tumor at Dhaka University
Studied Ph.D in Brain Tumour Radiology at Univrsity of Dhaka
Studied Medicine, Surgery,Obs & Gynae at Sir Salimullah Medical College

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়