Ameen Qudir

Published:
2017-01-02 20:10:21 BdST

স্বাস্থ্যসেবার নিশ্চয়তার জন্য ১১ বিষয়ে অ্যাকশন নিন


ডা. শিরিন সাবিহা তন্বী

_______________________

সবাই ১১টি বিষয়ের নিশ্চয়তা দিন।
আমরা সকলের সন্তুষ্টিবাচক স্বাস্থ্যসেবার নিশ্চয়তা দেব ।

# চিকিৎসকদের কর্মস্থলে সবধরনের নিরাপত্তা।
# স্বাস্থ্যসেন্টারে রুগীর এটেন্ডডেন্ট স্ট্রিকলি নিয়ন্ত্রন।
# অন্য ক্যাডারের সাথে সামঞ্জস্য রেখে পদসোপান তৈরী এবং স্মুথলি প্রমোশন।
# সম্মানজনক ভাতা।হতে পারে পুলিশদের মত মিশনে যাওয়া বা অন্য।।
# স্বাস্থ্য সেবায় সকলের অযাচিত হস্তক্ষেপ রোধ।
# ঔষধ কোম্পানি,ডায়াগনষ্টিক মালিকদের বাড়াবাড়ি বন্ধ - পরীক্ষা নিরীক্ষামর কমিশন এবং ডাক্তার ভিজিট বন্ধ।
# চিকিৎসকদের প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি যাতে অধঃস্তন রা আদেশ পালনে বাধ্য থাকে।
# চিকিৎসকদের নিরাপদ সুসজ্জিত আবাসন ব্যবস্থা।
# সরকারী চিকিৎসকদের সরকারী যাতায়াত ব্যবস্থা নিশ্চিতকরন।
# মানহীন বেসরকারী মেডিকেল বন্ধ এবং মানহীন সরকারী মেডিকেল কলেজের মানোন্নয়ন।
# স্বাস্থ্যসেবায় রেফারেল সিস্টেম বাধ্যতামূলক - সর্দি হলেই প্রফেসরের কাছে দৌড়ানো বন্ধ।এবং চেম্বারে রুগীর সংখ্যা নিয়ন্ত্রন।

এইটুকুন কেবল করে দিন।এদেশে স্বাস্থ্যসেবা নিয়ে কোন অভিযোগের সুযোগ আপনি কোনদিন পাবেন না।

_____________________________

ডা. শিরিন সাবিহা তন্বী । জনপ্রিয় কলামিস্ট। কথাশিল্পী। মেডিকেল অফিসার, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়