Ameen Qudir

Published:
2016-12-28 02:42:07 BdST

ডা. শাম্মীর মৃত্যু নিয়ে মিডিয়া:ল্যাঞ্জা ইজ ভেরী ডিফিকাল্ট টু হাইড


ডা. শাব্বির খান

______________________

প্রথম আলোতে শিশির মোড়লের মতামতে "ভাসুরের নাম না নেয়া"র মত ঘটনা আছে। তিনি ল্যাব এইডকে ভাসুর জ্ঞান করে ল্যাব এইড প্রসংগটা সযত্নে এড়িয়ে গেছেন; মতামতের ৩ জায়গায় তিনি "ঢাকার হাসপাতাল" / "বিশেষায়িত হাসপাতাল" ইত্যাদি লিখেছেন। নাম অবশ্য তিনি সংশ্লিষ্ট চিকিৎসক কিংবা ডা: শাম্মীরও নাম নেন নি। মূলত তিনি যেটা এড়িয়ে যেতে চেয়েছেন, সেটা হচ্ছে, মৌলভীবাজার বিএমএ'র চিঠিতে ল্যাব এইডের বিরুদ্ধেও যে অভিযোগের কথা বলা হয়েছিল, সেটা। এই বিষয়টা তিনি পুরোপুরি এবং সযত্নে এড়িয়ে গেছেন! কেন?

জ্বী, ছোটবেলায় কারক বিভক্তির সেই প্রশ্নটা মনে পড়ে গেল ঠিক এই মুহুর্তে আমার: "টাকায় কি-না হয়!"

ভাল কথা, আরো কি একটা কথা যেন বলে না, "ল্যাঞ্জা ইজ ভেরী ডিফিকাল্ট টু হাইড", সেটাও কিন্তু কেন জানি মনে পড়লো শিশির মোড়লের "মতামত" পড়ে!


______________________________

 

লেখক ডা. শাব্বির খান , প্রখ্যাত পেশাজীবী নেতা। প্রেসিডেন্ট, মৌলভীবাজার জেলা বিএম এ ।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়