Ameen Qudir

Published:
2019-01-29 01:03:31 BdST

বিশেষ ডাক্তার গ্রামে থাকবে যদি ....


 


ডা. কামরুল হাসান সোহেল
_____________________________

*সমপর্যায়ের অন্য ক্যাডার যে সুযোগ সুবিধা পায় যদি তা নিশ্চিত করা হয়।
* অন্য ক্যাডারের মতো ২ বছর পূর্ণ হওয়ার পরের দিনই যদি তাকে জেলা সদর হাসপাতালে বা মেডিকেল কলেজ হাসপাতালে বদলীর নিশ্চয়তা দেয়া হয়।
* অন্য ক্যাডারের মতো যদি নিয়মিত পদোন্নতি পাওয়ার নিশ্চয়তা দেয়া হয়।
* অন্য ক্যাডারের মতো চারবছর পরই পদোন্নতি দেয়া হয় (যদি যোগ্যতার শর্তাবলী পূরণ করে) এবং পদোন্নতি পেতে উচ্চতর ডিগ্রির প্রয়োজনীয়তা না থাকে।
* উপজেলায় বাসযোগ্য আবাসন নিশ্চিত করা হয়।
* কর্মস্থলে স্থানীয় গুন্ডাপান্ডার হাতে নাজেহাল হতে না হয়।
* পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট যদি দেয়া হয়, চিকিৎসা দেয়ার সুষ্ঠ পরিবেশ দেয়া হয়, পর্যাপ্ত ঔষধ সাপ্লাই থাকে, রোগ নির্ণয়ের ব্যবস্থা থাকে।
* ডাক্তারদের কর্মঘণ্টা নির্দিষ্ট করে দেয়া হয়, ডিউটি টাইমের আগে পরে তাকে জবাবদিহিতা থেকে মুক্ত করে দেয়া হয়।
* ডাক্তাদের কাজের মূল্যায়ন করা হয়, প্রশংসা করা হয়, পুরষ্কৃত করা হয়।
* আন্তঃ ক্যাডার বৈষম্য দূর করেন, বদলী নীতিমালা স্বচ্ছ করেন, পদোন্নতি নীতিমালা সহজ ও বাস্তব সম্মত করেন।

গ্রামে ডাক্তার থাকে নাঃ

*অনির্দিষ্টকালের জন্য কে ই বা গ্রামে থাকতে চাইবে? উচ্চতর ডিগ্রি না থাকলে বা কোন কোর্সে না থাকলে সারাজীবনই গ্রামে পরে থাকতে হয় এই পেশায়।
*সমপর্যায়ের অন্য ক্যাডাররা যে সুযোগ সুবিধা পায় তার কানাকড়ি ও ডাক্তাররা পায় না।
* জুনিয়র বিসিএস এর একজন ইউএনও হয়ে যান (৩২ বিসিএস), সেখানে একজন ইউ এইচ এফ পি ও (২৫ বিসিএস) কিন্তু ক্ষমতার কারণে ইউএনও কে প্রাধান্য দিতে হয় সবখানে আর সুযোগ সুবিধার কথা না ই বললাম।
* ভালো জায়গায় বদলী হতে হলে উচ্চতর ডিগ্রি নিতে হবে বা কোর্সে থাকতে হবে। তাই রোস্টার ডিউটি করেই সবাই ছুটে ঢাকায় বা জেলা সদরে নিজের বাড়ীতে বসে পড়াশোনা করতে।
* যেসব যোগ্যতা থাকলে অন্য ক্যাডারে পদোন্নতি হয় একই যোগ্যতা থাকলেও এই পেশায় পদোন্নতি হয়না, তার জন্য উচ্চতর ডিগ্রি থাকা লাগে।
* অন্য ক্যাডারে যেখানে দ্রুত ও নিয়মিত পদোন্নতি হয় সেখানে এই পেশায় পদোন্নতি হয় কালেভদ্রে।
* কর্মস্থলে নিরাপত্তা নেই, বসবাস উপযোগী আবাসন নেই, স্থানীয় গুন্ডাপান্ডার হাতে প্রায়ই নাজেহাল হতে হয়। নিরাপত্তাহীনতার কারণে ডাক্তাররা বিশেষ করে ফিমেল ডাক্তাররা গ্রামে থাকেনা।
* নিয়মিত বিসিএসের মাধ্যমে প্রতিবছর দেড়,দুই হাজার ডাক্তার নিয়োগ দিলে গ্রামে ডাক্তার সংকট দেখা দিতো না। কিন্তু তিন/চারশত ডাক্তার নেয়া হয় পরপর তিন,চারটি বিসিএসে তাই ডাক্তার সংকট দেখা দেয়। ব্যবস্থাপনার চরম ত্রুটির কারণেই এই শুন্যতা দেখা দেয়।

_____________________________

ডা. কামরুল হাসান সোহেল :
আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
কার্যকরী সদস্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়