Ameen Qudir

Published:
2019-01-11 22:36:52 BdST

সবিনয় নিবেদন এক ডাক্তার কর্মকর্তার অকাল মৃত্যু: মাননীয় স্বাস্থ্য কর্তাদের কাছে কিছু বিনীত জিজ্ঞাসা


 

 

ডা. কামরুল হাসান সোহেল
___________________________


বৃহস্পতিবার ১০ জানুয়ারি সকালে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজ কর্মস্থলে যাবার পথে ডা: মঞ্জুর আলম খান ( এম এ খান) সড়ক দুর্ঘটনার শিকার হন। একটি ট্রাক তার মোটরসাইকেলের উপর উঠিয়ে দেয়। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন ডাঃ মঞ্জুর আলম খান।
এই মর্মান্তিক মৃত্যু আমাদের শোকার্ত করেছে। বেদনায় অসহায়তায় মানসিকভাবে ক্ষুব্ধ করেছে। কিন্তু বেদনাহত চিত্তেও আমরা ডাক্তাররা বিনীত, নম্র । আমরা সবিনয়ে কিছু জিজ্ঞাসা রাখতে চাই স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে।

এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার জন্য দায়ী ঘাতক ট্রাক ড্রাইভার এখনো গ্রেপ্তার হয়নি!

সবচেয়ে দুঃখজনক হলো দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তার জানাজায় আসেননি! মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন আসেননি!
এ লেখা যখন বৃহস্পতিবার লিখেছে , তখন পর্যন্ত এটাই সত্য।
আমাদের ভাইয়ের মৃত্যু আমাদেরই স্পর্শ করছে না , এটাই ধরে নেব।
আমার কথা অসত্য হলে খুশি হব। ভুল শিকার করে দু:খ প্রকাশ করব। কিন্তু সত্য হলে আরও বেদনাহত হব। হতাশ হব।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন চিকিৎসকের মৃত্যুর সংবাদ ডিডি, ঢাকা - জানেনই না। একজন চিকিৎসকের মৃত্যুতে ডিজি অফিস হতেও - কোন পদক্ষেপ নেই!
আবারও বলি, আমার কথা অসত্য হলে খুশি হব। ভুল শিকার করে দু:খ প্রকাশ করব। কিন্তু সত্য হলে আরও বেদনাহত হব। হতাশ হব।

একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা তাঁর কর্মস্থলে যাবার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তার জন্য শোকবার্তা জানায়নি কেন্দ্রীয় বিএমএ, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, মানিকগঞ্জ সিভিল সার্জন, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা !


নিজ বিভাগের কর্মকর্তাকে যথাযথ সম্মান জানালো না স্বাস্থ্য সেবা বিভাগের ঊর্ধবতন কর্তৃপক্ষ?আবারও বলি, আমার কথা অসত্য হলে খুশি হব। ভুল শিকার করে দু:খ প্রকাশ করব। কিন্তু সত্য হলে আরও বেদনাহত হব। হতাশ হব।


এডমিন ক্যাডার, পুলিশ, আর্মিদের কোন অফিসার আজ যদি এরকম দুর্ঘটনায় নিহত হতো? তাহলে যথাযথ মর্যাদা ও সম্মানের সাথে আজ সমাহিত হতো।

স্বাস্থ্য ক্যাডারেই নেই নিজের ক্যাডারের কাউকে প্রাপ্য সম্মান,মর্যাদা দেয়ার রীতি।

স্বাস্থ্য ক্যাডারের মান,সম্মান বৃদ্ধি কর‍তে হলে আগে নিজেদের মাঝে পারষ্পরিক সম্মান,মর্যাদা দেয়ার রীতি চালু করতে হবে।

__________________________

ডা. কামরুল হাসান সোহেল :
আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
কার্যকরী সদস্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়