Ameen Qudir

Published:
2018-12-06 23:30:13 BdST

ওদের মা বাপ দুইজনই ডাক্তার : তাতে স্কুলপড়ুয়া সন্তানদের অপরাধ কোথায় !


 



ডা শিরীন সাবিহা তন্বী
____________________________

মা বাপ দুইজন ডাক্তার।লেখাপড়া কিচ্ছু পারে না। ক্লাসে রোজ বকা খায়।
ডাক্তার শব্দটা কানে যেতেই ঘুরে তাকালাম। ছেলের স্কুলে এক ভাবী এক বাচ্চাকে দেখিয়ে নিচু স্বরে অন্য একজনকে বলছিল।

আমার পুত্র ফিডারে পানি খায়। গর্জিয়ানদের মধ্য থেকে অচেনা একজন বলে উঠল। ডাক্তারের বাচ্চা ফিডারে পানি খায় কেন?

চার তলা ফ্ল্যাটে থাকি।
ছেলে মাটির দেখা পায় না।স্কুলের শান বাঁধানো প্লে জোনে শুয়ে পড়েছিল সেদিন খেলতে খেলতে ক্লান্ত হয়ে।
এক ভাবী চিৎকার করে উঠলো। আহারে! ডাক্তারের বাচ্চা ফ্লোরে শুয়ে পরছে।

দুদিন আগে ছেলে ক্লাস শেষে খেলছিল। এক গর্জিয়ান দূর থেকে বলে উঠল, এই ডাক্তার ভাবী!
বুকটা ধ্বক করে উঠলো।ফিরে তাকাতেই বলল, ডাক্তারের বাচ্চা এত শুকনো কেন?
মনটা ভীষন খারাপ হলো। আমরা শিশু অধিকারের কথা বলি। সুবিধা বঞ্চিত শিশুদের কথা বলি।
একজন ডাক্তার দম্পতির সন্তান, একজন ডাক্তার বাবা বিশেষত একজন ডাক্তার মায়ের সন্তান কত শত মানবিক চাহিদা বঞ্চিত থাকে, মায়েদের চাকরির ডিমান্ড অনুযায়ী ওরা যে নিজেদের কতটা এডপ্টেড করে নেয়! কত ছোট ছোট চাওয়া যে ওরা প্রতিটি দিন কম্প্রোমাইজ করে - তা অন্যান্য অনেক পিতা মাতা ভাবতেও পারবেন না।

ওদের বাবা কিংবা মা ডাক্তার কিংবা দুজন ই ডাক্তার - এতে ওদের অপরাধ কোথায়? বাবা মা মেধাবী হলেই বাচ্চাদেরকে ক্লাসে সব পড়া পারতে হবে এমন ধারণা কতটা যৌক্তিক?

আমরা ডাক্তাররা সন্তানেদের অন্যান্য দের মতো সময় দিতে পারি না। কিছু জব সময় না দিতে পারলে ও চাকরির সুবাদে পাওয়া আকাশচুম্বী অর্থনৈতিক সাপোর্ট কখনও বা অন্যান্য সুযোগ সুবিধা দিতে পারে।
কিছুই না দিতে পারা। সারা জীবন নিজের পড়া শেষ না হওয়ার অপরাধবোধ থেকে এমনিতেই হীনমন্যতায় ভুগি।
তার উপর সমাজ যদি ডাক্তারের বাচ্চা বলেই আমাদের সন্তানদের আর দশটা শিশুর মতো সাধারণ জীবন যাপনের অযোগ্য মনে করেন। ওদেরকে সুপার চাইল্ড ভাবেন-তাহলে তো বেঁচে থাকাই আমাদের জন্যে এক চ্যালেঞ্জ হয়ে যাবে।

তাই আমরা গর্জিয়ানরা আর একটু সচেতন হই। শিশুদের কে কেবল শিশু ভাবি। তাদের কোমলতা, পারার ক্ষমতা এবং না পারার অক্ষমতা - দুটোর প্রতিই সহানুভূতিশীল হই।
তবেই সমাজ টা শিশু বান্ধব হবে। সর্ব দিকের চাপে সেন্ডুইচ শিশু না আগামীর জন্য কিছু মুক্তমনা প্রানোচ্ছল শিশু পাবো।_______________________

ডা শিরীন সাবিহা তন্বী । সুলেখক। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।
.

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়