Ameen Qudir

Published:
2018-11-28 20:33:44 BdST

"আপনি যেমন বাংলাদেশের রোগী, আমিও বাংলাদেশের ডাক্তার"


 

ডা. রাজীব দে সরকার
________________________________

 


পরিচিত এক চিকিৎসক এক গল্প বলেছিলেন একদিন।
হঠাৎ করে আজ মনে পড়লো...

রোগী দেখছেন চেম্বারে। এক এক করে।

হন্ত দন্ত করে এক মাঝ বয়সী মহিলা ঢুকলেন।
ঢুকেই তার সমস্যা বলা শুরু করলেন।

চিকিৎসক তার আগের রোগীকে বিদায় করে দিয়ে মনোযোগ দিয়ে তার কথা শুনতে শুরু করলেন। বাহারী সব অসুখ!

অবশেষে কিছু টেস্ট আর ঔষধ লিখে দিলেন।

মহিলা হাসিমুখে উঠে চলে যাচ্ছেন। কিছু না বলেই...

চিকিৎসক সাহেব বললেন, আমার ভিজিট টা?

"ও আচ্ছা। আসলে হয়েছে কি জানেন, আজ আমি এতো তাড়াহুড়ো করে এসেছি। টাকা আনতে একদম ভুলে গেছি। খুচরো টাকা ছাড়া কিছু নেই। আমি কাল এসে আপনার ভিজিট টা দিয়ে যাবো"

"হাঃ হাঃ হাঃ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি - আপনার ব্যাগে এখন কমসে কম ২০০০ টাকা আছে"

"কী যে বলেন। টাকা আজ আনতেই ভুলে গেছি। সব খুচরো টাকা"

"আচ্ছা বেশ, যদি কিছু মনে না করেন, শুধু আপনার খুচরো টাকা গুলো আমাকে দেখান। আর কিচ্ছু লাগবে না। ভিজিটও লাগবে না"

মহিলা একটু তাড়া দেখানোর চেষ্টা করলেন।

কিন্তু অবশেষে তিনি ব্যাগ খুলে খুচরো টাকা বের করলেন।

মজা হলো এই, খুচরো টাকার ভিড়ে ৫০০ টাকার ৫টি নোটও ছিলো। মানে ২৫০০ টাকা!!

মহিলা কিছুক্ষণ চুপ থেকে বললেন, "ও টাকা তো আছে দেখছি"

উঠে যাবার সময় লজ্জা না করে জিজ্ঞেস করেই ফেললেন, "ডাক্তার সাহেব আপনি বুঝলেন কীভাবে"

ডাক্তার সাহেব সিম্পলি বলেছিলেন,
"আপনি যেমন বাংলাদেশের রোগী, আমিও বাংলাদেশের ডাক্তার"

= (গল্প শেষ)

বিঃদ্রঃ
ঘটনার সাথে আমার কোন সম্পর্কই নেই।
___________________
ডা. রাজীব দে সরকার । সুলেখক।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়