Ameen Qudir

Published:
2018-10-17 15:55:13 BdST

চট্টগ্রাম বিএমএর অনন্য উদ্যোগ: 'চিকিৎসক ও পরিবারের চিকিৎসা সহায়তা তহবিল'


 

 

অনন্য উদ্যোগ নিয়েছে চ্ট্টগ্রাম বিএমএ। সংগঠনের কর্মকুশলী নেতৃবৃন্দের উদ্যোগে গঠন হচ্ছে চিকিৎসক ও চিকিৎসক পরিবারের চিকিৎসা সহায়তা তহবিল। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রাম বিএমএর সাধারণ সম্পাদক
ডা. ফয়সল ইকবাল চোধুরী । বিশাল এই সংগঠনের সদস্যদের কাছে তার অনুরোধ হল: আপনার সুচিন্তিত মতামত অতীব গুরুত্বের সাথে চুড়ান্ত নীতিমালা তৈরিতে বিবেচনায় নেয়া হবে। তাই মতামত বা পরামর্শ বা সংশোধনী দেয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।

ডা. ফয়সল ইকবাল চোধুরী
________________________________

১. #নাম:

চিকিৎসক ও চিকিৎসক পরিবারের চিকিৎসা সহায়তা তহবিল।

২.#মূলনীতিঃ

দল যার যার,বিএমএ সবার
সকল চিকিৎসক এক পরিবার।

৩. #উদ্দেশ্যঃ

★ক. চিকিৎসা ব্যয় ভার বহনে অসমর্থ বিএমএ,চট্টগ্রাম শাখার সদস্য/সদস্যদের আর্থিক সহায়তা প্রদান।

★খ. অকাল মারা যাওয়া চিকিৎসক পরিবারকে এক কালীন আর্থিক সহায়তা প্রদান।

৪. #_তহবিল_সংক্রান্ত_বিষয়াবলীঃ

★ক. আয়ের উৎস :

ক(১). বিএমএ ভবন ট্রাস্ট কর্তৃক সহায়তা তহবিলে গচ্ছিত ২(দুই) কোটি টাকার ফিক্সড ডিপোজিট হতে "প্রাপ্ত লভ্যাংশ"-ই আয়ের প্রদান উৎস হিসাবে গন্য হবে।

ক(২). শুভাকাংখীদের নিঃস্বার্থ এককালীন দান, অনুদান বা সাহায্যও তহবিলের উৎস হিসেবে বিবেচিত হবে।

তবে উল্লেখ থাকে যে,যথাযথ রশিদ/চেক ছাড়া এবং তহবিল পরিচালনা কমিটির সিদ্ধান্ত ব্যতিত অত্র তহবিলের নামে কোন অনুদান বা সাহায্যও গ্রহন করা যাবে না।

ক(৩). দাতা সদস্যের এককালীন অনুদান তহবিলের উৎস বলে বিবেচ্য হবে।

★খ. দাতা সদস্য:

সার্বিক কল্যাণ ও মঙ্গল লক্ষ্যে কোন চিকিৎসক বা চিকিৎসা প্রতিষ্ঠানের তহবিলে এককালীন ৫,০০০০০/-(পাচ লক্ষ) টাকা বা তদূর্ধ্ব অনুদান প্রদান করবে তাদেরকে আজীবন দাতা সদস্য হিসাবে মনোনীত করা হবে।

৫.#_কার্যক্রম_পরিচালনা_পরিষদঃ

★ক. এই পরিষদ তহবিলের যাবতীয় আয়, ব্যয়,কর্ম-পরিকল্পনা তৈরী ও পরিচালনা করিবেন।

★খ. যে কোন সহায়তা প্রদান ও অনুদান গ্রহনের পুর্বে এই পরিষদের সভা ও অনুমোদন অত্যাবশ্যকীয়।

★গ. নয় সদস্য বিশিষ্ট পরিষদ কর্তৃক এই তহবিলের কার্যক্রম পরিচালিত হবে। পরিচালনা পর্ষদের সদস্যগন নিম্ন রূপ:

গ(১).*চেয়ারম্যান,ট্রাস্টি বোর্ড,
গ (২).* ম্যানেজিং ট্রাস্টি,ট্রাস্টি বোর্ড,
গ (৩).* কোষাধ্যক্ষ, ট্রাস্টি বোর্ড
গ (৪).*সভাপতি,বিএমএ, চট্টগ্রাম
গ (৫).*সাধারণ সম্পাদক, বিএমএ,চট্টগ্রাম
গ (৬).*কোষাধ্যক্ষ, বিএমএ,চট্টগ্রাম
গ (৭).*সাংগঠনিক সম্পাদক, বিএমএ,চট্টগ্রাম
এবং
গ (৮).*বিএমএ,চট্টগ্রাম শাখার কার্যকরী পরিষদ প্রয়োজনে সদস্য সংখ্যা(অনধিক দুই জন) বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করবেন ।
এবং
গ(৯).একই ব্যক্তি একাধিক পদে থাকলে যেমনঃ একই ব্যক্তি সভাপতি, বিএমএ, চট্টগ্রাম ও চেয়ারম্যান/কোষাধ্যক্ষ, ট্রাস্টি বোর্ড হলে অতিরিক্ত পদের বিপরীতে একজন সদস্য মনোয়ন করা যাবে।
তবে উল্লেখ থাকে যে তাকে (i)বিএমএ,চট্টগ্রাম শাখার আজীবন সদস্য হতে হবে (ii)আজীবন সদস্য ভুক্তির মেয়াদ নুন্যতম পাচ বছর হতে হবে এবং (iii)বিএমএ,চট্টগ্রাম শাখার কার্যকরী পরিষদ কর্তৃক মনোনীত হতে হবে।

★ঘ. বিএমএ,চট্টগ্রাম শাখার নতুন কমিটি বা ট্রাস্টি বোর্ডের নতুন কমিটি দ্বায়িত্ব গ্রহন করার পর পদবী অনুযায়ী পরিচালনা পরিষদ সদস্য পরিবর্তিত হবেন এবং একমাসের মধ্যে দ্বায়িত্বভার গ্রহণ করিবেন।

★ঙ. বিএমএ,চট্টগ্রাম শাখার সাধারন সম্পাদক, সভাপতি/চেয়ারম্যানের অনুমোদন নিয়ে সভা আহবান করিবেন।

★ চ.বিএমএ,চট্টগ্রাম শাখার সভাপতি সভার সভাপতিত্ব করিবেন। তার অনুপস্থিতিতে ট্রাস্টি বোর্ডের সভাপতি সভাপতিত্ব করবেন।

★ ছ. ন্যুনতম তিনজন সদস্যের উপস্থিতিতে কোরাম পুর্ণ হয়েছে বিবেচনায় সভা পরিচালিত হবে।

৬. #_সাহায্য_পাওয়ার_শর্তাবলী:

★ক. সহায়তা প্রত্যাশীকে অবশ্যই বিএমএ,চট্টগ্রাম শাখার আজীবন/সাধারন সদস্য হতে হবে।তবে সাধারন সদস্যদের ক্ষেত্রে অবশ্যই নিয়মিত বাৎসরিক চাঁদা পরিশোধ থাকতে হবে।

★খ. সহায়তা প্রত্যাশীকে অবশ্যই সভাপতি /সাধারণ সম্পাদক, বিএমএ,চট্টগ্রাম শাখা বরাবরে লিখিত আবেদন করতে হবে।

★গ.শুধু মাত্র চিকিৎসা সহায়তার জন্য আবেদন করা যাবে।এক্ষেত্রে রোগের প্রমানাদি আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।

★ঘ.অকাল/আর্থিকভাবে অস্বচ্ছল মৃত চিকিৎসকের পরিবারের সহায়তার জন্য আবেদন অত্যাবশ্যকীয় নয়।
এক্ষেত্রে পরিচালনা পর্ষদ আবেদন ব্যতিরেখে সিদ্ধান্ত গ্রহন করিতে পারিবেন।

৭.#_সহায়তা_প্রদানের_নিয়মাবলী:

★ক.আবেদন পত্র পাওয়ার পর বিএমএ,চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক, সভাপতির অনুমোদন ক্রমে সংশ্লিষ্ট বিষয়ে একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করে লিখিত মতামত (রোগের ধরন,আনুমানিক ব্যয় ইত্যাদি) নিবেন এবং পরিচালনা পর্ষদের সভা আহবান করিবেন।

★খ. পরিচালনা পর্ষদ আবেদন পত্র ও বিশেষজ্ঞ প্যানেলের মতামতের আলোকে সহায়তা প্রদানের সিদ্ধান্ত চুড়ান্ত করিবেন।

★গ. আর্থিক সহায়তার পরিমান বিশষজ্ঞ প্যানেলের সুপারিশ ক্রমে নির্ধারন করা হবে।

#_উল্লেখ থাকে যে, এই সহায়তা এককালীন অফেরতযোগ্য প্রদেয় ।

★★ আপনার সুচিন্তিত মতামত অতীব গুরুত্বের সাথে চুড়ান্ত নীতিমালা তৈরিতে বিবেচনায় নেয়া হবে। তাই মতামত বা পরামর্শ বা সংশোধনী দেয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।

____________________________

ডা. ফয়সল ইকবাল চোধুরী। সাধারণ সম্পাদক ,চ্টগ্রাম বিএমএ ।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়