Ameen Qudir

Published:
2018-09-27 01:19:41 BdST

ডাক্তার অধ্যাপকদের অতি:সচিব,অধ্যক্ষদের সচিব ও মহাপরিচালকদের সি.সচিব মর্যাদা দিন


 

 

ডেস্ক ___________________


বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক , আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন ব্যাক্তিত্ব অধ্যাপক ডা. মোজাহেরুল হক ইনটারনেট , অনলাইন সহ আধুনিক বিভিন্ন মাধ্যমে প্রবল জনপ্রিয় ও সদা সক্রিয়। তার বিভিন্ন বক্তব্য তিনি এসব মাধ্যমে প্রকাশ করেন, যা ভক্তদের মাঝে ব্যাপক আলোড়ন তোলে।

সম্প্রতি তিনি দাবি করেছেন,
"ডাক্তার অধ্যাপক,পরিচালকদের অতিরিক্ত সচিব,অধ্যক্ষদের সচিব ও মহাপরিচালকদের সিনিয়র সচিব পদমর্যাদা দিতে হবে।"
এ বক্তব্য সকল চিকিৎসক পেশাজীবির মনের কথা। অনেকের মুখে মুখে এখন এ দাবি।

চলমান বিভিন্ন প্রসঙ্গে তিনি সত্যভাষে পিছ পা নন। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিক ও পত্রিকা সম্পাদকদের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন,
‘ডিজিটাল নিরাপত্তা আইন এ ধারা নিয়ে সাংবাদিকদের কেন এতো ভয়? তার মানে কি সাংবাদিকরা ডিজিটাল অপরাধ করবে আর তাদের বিচার হবে না?'

অধ্যাপক ডা. মোজাহেরুল হক যেমন সরকারের ইতিবাচক কাজের প্রশংসা করেন , তেমনি নানা কাজের সমালোচনায়ও তার উচ্চারণ নির্ভিক।
ভালো কাজে সরকারকে অভিনন্দন জানান অকুন্ঠ চিত্তে।
তিনি লিখেছেন, "
দেশের বাজারে এনার্জি ড্রিংকের উৎপাদন, আমদানি ও বাজারজাত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বাজারে বিক্রিত এনার্জি ড্রিংকে মাত্রাতিরিক্ত ক্যাফেইন থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সরকারকে অভিনন্দন।"

নগরচিন্তাও তার মননে। ফুটপাত মানুষের হাঁটারে জন্য । সে জনদাবি প্রতিষ্ঠায় তিনি বলেন,
"ঢাকা শহরের ২ কোটির ১.৫০ কোটি লোক ফুটপাতে হাঁটে।
ফুটপাত অবৈধ দখল মুক্ত করুন।"


অধ্যাপক ডা. মোজাহেরুল হক সিএমসি প্রাক্তন।
বিশাল ব্যাক্তিত্বের অধিকারী মানুষটির পরিচয়ের খানিকটা এখানে দেয়া হল।
Former UN Diplomat & Civil servant. Prof.Forensic
Medicine, Public Health, Ethics.
Senior Adviser at World Federation for Medical Education
Vice President at Indo Pacific Association of Law Medicine & Science
Former Regional Adviser at World Health Organization (WHO)
Studied at London Hospital Medical College, University of London
Studied MBBS at Chittagong Medical College।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়