Ameen Qudir

Published:
2018-09-24 19:01:03 BdST

'চীনের বিশ্ববিদ্যালয়ের রেফারেন্স দেখেই এমবিবিএস সনদ দিচ্ছেন বিএমডিসি'র কর্তারা!'


প্রতিকী ছবি ।


ডা. আতিকুজ্জামান ফিলিপ
_____________________________________
সর্ষের মধ্যেই যখন ভূত!!
যারা বৈধতার সনদ দিবে তারাই যদি অবৈধতার সাথে যুক্ত হয় তাহলে আমরা কোথায় যাবো ?

সম্প্রতি বিএমডিসিতে অভিযান চালিয়ে ঘোরতর অন্যায় অনিয়মের প্রমান পেয়েছে দুদক।
চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেফারেন্স দেখেই এমবিবিএস সনদ দিয়ে দিচ্ছেন বিএমডিসি'র কর্তাব্যাক্তিরা!
অনুসন্ধানে দেখা যাচ্ছে যাদেরকে সনদ দেওয়া হচ্ছে তারা আদতে এমবিবিএস বা সমমানের কোন ডিগ্রিই অর্জন করেননি!

আগেও বিএমডিসি কর্তৃক এমন ভূয়া সনদ প্রদানের প্রমান পাওয়া গেছে!
বিভিন্ন হাসপাতাল ক্লিনিক থেকে বিভিন্ন সময় এমন ভূয়া চিকিৎসক ধরাও পড়ছে!

এভাবে চলতে থাকলে সারাদেশের তৃণমূল পর্যায়ে সত্যিকারের চিকিৎসক কর্তৃক চিকিৎসাসেবা পৌছে দেওয়ার যে পরিকল্পনা সরকার নিয়েছে তা যেমন ব্যাহত হবে তেমনি এইসব ভূয়া চিকিৎসকদের ভুল চিকিৎসার দায় এসে পড়বে প্রকৃত চিকিৎসকদের ঘাড়ে!
জনগণের কাছে ভুল চিকিৎসার ভুল মাসুলও দিতে হবে প্রকৃত চিকিৎসকদের!!

প্রশ্ন হচ্ছে আমাদের চিকিৎসক কর্তাব্যাক্তিরা যারা বিএমডিসির উচ্চপর্যায়ে আসীন তারা কি করছেন ?
তারা কেন এমন উদাসীনতা দেখান ?

পত্রিকান্তরে খবর হল , বিএমডিসিতে অভিযান চালিয়েছে দুদক;এমবিবিএস সনদে অনিয়ম উদঘাটন ।
জানা যায় ,
"বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে ভুয়া এমবিবিএস ডিগ্রিধারীদের রেজিস্ট্রেশন দেওয়ার অভিযোগের বিষয়ে বিএমডিসিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক মো. মাহমুদ হাসানের নেতৃত্বে একটি টিম গতকাল বিএমডিসিতে অভিযান চালায়। এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, বিএমডিসি এভাবে যথাযথ যাচাই না করেই রেজিস্ট্রেশন দিতে পারে না। শিগগিরই এ বিষয়ে অনুসন্ধান চালানো হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

দুদক সূত্র জানায়, দুদকের অভিযোগ কেন্দ্রে ১২ জন ডাক্তারের বিরুদ্ধে চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া সনদের ভিত্তিতে বিএমডিসি রেজিস্ট্রেশন নেওয়ার অভিযোগ এলে দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী তাত্ক্ষণিক তদন্ত ও অভিযানের নির্দেশ দেন। প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায়, চীনের তাইসান মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে প্রকৃত পক্ষে তারা ডিগ্রি অর্জন করেননি। অভিযানের অংশ হিসেবে দুদক টিম বিএমডিসি কার্যালয়ে সাতজন চিকিৎসকের কাগজপত্র যাচাই করে প্রত্যেকেরই নথিপত্রে মারাত্মক অসঙ্গতির প্রমাণ পায়। এদের মধ্যে তিনজন গণস্বাস্থ্য মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করছে বলে জানা যায়। এ বিষয়ে বিএমডিসি কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা এ অনিয়মের ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়।"
____________________________

 

লেখক ডা. আতিকুজ্জামান ফিলিপ
সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ;স্বাধীনতা চিকিৎসক পরিষদ
যুগ্ম-সাধারণ সম্পাদক;চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ।

সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ,দিনাজপুর।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়