Ameen Qudir

Published:
2018-09-23 20:57:54 BdST

মৃত রুগীকে সরকারী নিয়মমতো পোষ্টমর্টেম করতে বললে দোষ ডাক্তারের, শাস্তি গণধোলাই !


 

ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায় এর সংগ্রহ
___________________________

ডাক্তারের দক্ষতা হতে হবে সর্বোচ্চ, কোন মৃত্যু হওয়া যাবে না। অথচ আগুন লাগলে, দমকলের মই কাজ করে না, জল থাকে না, গ্যাস মাস্ক খুঁজে পাওয়া যায় না, তিনতলায় লাগা আগুন পুরো বাড়ি গ্রাস করে নেয়, তাকে contain করা যায় না, চারদিন লেগে যায় আগুন নিভতে।
পুলিশ mob disperse করার উপায় বলতে জানে গুলি চালানো, কাঁদানে গ্যাস, জলকামান, shield এসব কিছুই থাকে না।
বাকি সরকারী department গুলোতে কিরকম কাজ হয়, বলার দরকার আছে কি? সব মানুষের এ ব্যাপারে অভিজ্ঞতা এক, কোন দ্বিমত নেই।
কিন্তু কোন গাফিলতির অভিযোগ নেই, কারো কোন দোষ নেই। আগুন লাগার দোষ ব্যবসায়ীদের, আর গুলি খেয়ে মরলে দোষ বিরোধী রাজনৈতিক দলের। শুধু হাসপাতালে মরণাপন্ন রোগী মারা গেলে, আর মৃত রুগীকে সরকারী নিয়মমতো পোষ্টমর্টেম করতে বললে দোষ ডাক্তারের, শাস্তি সঙ্গে সঙ্গে -গণধোলাই!


সংগৃহীত ***। সংগ্রহ করেছেন ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায়

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়